।। প্রথম কলকাতা ।।
Aquarium Fish Farming: শুধুমাত্র ঘরের সৌন্দর্য বৃদ্ধি নয়, আপনি অ্যাকুরিয়ামে মাছ চাষ (Aquarium Fish Farming) করে প্রচুর টাকা আয় করতে পারেন। মহিলারা এই মাছ চাষ করে স্বনির্ভর হতে পারেন। বিনিয়োগের পরিমাণ কম, অথচ লাভের পরিমাণ বেশি। খুব একটা সময় দেওয়ার প্রয়োজন নেই। অ্যাকুরিয়ামে মাছ চাষের (Aquarium Fish Farming) জন্য প্রয়োজন ধৈর্যের। সম্প্রতি বাড়ি বাড়ি অ্যাকুরিয়ামে বাহারি রংবেরঙের মাছ পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই সুযোগকে আপনি কাজে লাগাতে পারেন। অনেকে আছেন যারা শখের বসে অ্যাকুরিয়ামে মাছ রেখে দেন। আপনার লক্ষ্য যদি হয় এই মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হবেন, তাহলে বিষয়টি নিয়ে ভাবতে পারেন।
মূলত অ্যাকুরিয়াম হল একটি কৃত্রিম জলাধার, যার মধ্যে নানান জলজ উদ্ভিদ এবং অন্যান্য উপকরণ রেখে একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়। তার মধ্যে থাকে রংবেরঙের বাহারি মাছ। যা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে। এটি শোভা বর্ধনের পাশাপাশি বাড়ির সদস্যদের মন ভালো রাখে।
বর্তমানে অ্যাকুরিয়াম শুধুমাত্র একটি কাঁচের ঘর নয়। এটি বহু মানুষের কাছে উপার্জনের উৎস। খাওয়ার জন্য নয়, পালার জন্য এই মাছ চাষ করা হয়। আপনি এই মাছ চাষ করে বিভিন্ন অঞ্চলে বিক্রি করতে পারেন। এর জন্য প্রয়োজন এক টুকরো জমি। প্রথমে মাটি কেটে একটি বড় চৌবাচ্চা করে নিতে হবে। সেখানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছের চাষ অনায়াসে করতে পারবেন। বর্তমানে অ্যাকুরিয়ামে রাখা মাছ গুলির মধ্যে সবথেকে চাহিদা রয়েছে মিল্কি কাপ, গোল্ড ফিস, ওরেন্ডা, ডায়মন্ড, অ্যাঞ্জেল, লিচু, রেড কাপ প্রভৃতি। মাছ চাষের আগে প্রথমে খোল, চুন, ইউরিয়া দিয়ে ভালোভাবে জল তৈরি করবেন। তারপর একমাস পরে সেই জলে মাছ চাষ করতে হবে। যদি চৌবাচ্চায় চাষ করেন সেক্ষেত্রে এই ভাবে জল তৈরি করার প্রয়োজন নেই, তবে রং সবুজ হয়ে গেলে জল পাল্টে ফেলবেন।
মাছের দাম নির্ধারণ হয় প্রজাত, সাইজ এবং রঙ অনুযায়ী। এক একটি গোল্ডফিশ বিক্রি করতে পারবেন প্রায় ৯০ থেকে ১০০ টাকায়। আবার কাপ জাতীয় মাছ বিক্রি করতে পারবেন ৫ থেকে ৮০ টাকায়। এই মাছ কারা কিনবেন বা কোন বাজারে বিক্রি করবেন সেই বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়ে নেবেন। এছাড়াও এখন অনলাইনের রমরমা। আপনি অনলাইনে নিজের ওয়েবসাইট খুলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে গ্রাহক খুঁজতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম