Earthquake: তুরস্কের মতো ভারতও মুখোমুখি হবে ভয়ঙ্কর ভূমিকম্পের! দাবি বিশেষজ্ঞের

।। প্রথম কলকাতা ।।

Earthquake: তুরস্কের (Turkey) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। কয়েকদিন আগেই তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের জেরে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে বড় বড় ইমারত। প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। রিখটার স্কেলে সে দেশে কম্পন মাত্রা ছিল ৭.৮ । শুধুমাত্র ভূমিকম্প নয় সেই ধাক্কা সামলে ওঠার আগেই লাগাতার আফটার শক আরও বেশি বেসামাল করে তুলেছিল তুরস্ককে। প্রকৃতির রোষে সেখানে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়ে চলে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তুরস্ক। তবে কিছু বিশেষজ্ঞরা বলছেন, এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভারতবাসীরাও দেখতে পারেন।

সমাচার প্লাস বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আইআইটির আর্থ সায়েন্স বিভাগের সিনিয়র অধ্যাপক জাভেদ মালিক (Javed Malik) তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি ভারতে হওয়া বহু ভূমিকম্প নিয়ে গবেষণা করেছেন। তাঁর অভিজ্ঞতা অনুযায়ী তিনি জানান, তুরস্ক ও সিরিয়ার মতো ভারতেও (India) ভয়াবহ ভূমিকম্প (Earthquake) হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই ভূমিকম্পে কম্পন এর মাত্রা রিখটার স্কেলে দাঁড়াতে পারে ৭.৫ । ভারতের কিছু অংশ বর্তমানে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি একটি সাক্ষাৎকারে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতে হতে পারে হিমালয় ম্যাসিফ বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সারা ভারত জুড়ে পাঁচটি এমন জায়গায় রয়েছে সেখানে ভূমিকম্পের সম্ভাবনা অত্যন্ত প্রবল। তার মধ্যে কচ্ছ আন্দামান-নিকোবর এবং হিমালয়ের বেশ কিছু এলাকা বিশেষভাবে চিহ্নিত। এছাড়াও রয়েছে গাজিয়াবাদ, লখিমপুর, বাহরাইচ, নৈনিতাল সহ বিভিন্ন তরাই অঞ্চল। ভূমিকম্পের ভয়াবহতার কবলে পড়তে পারে প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, শোনভদ্রের মতো জায়গাগুলি। কাজেই আগাম সর্তকতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

মূলত ভূমিকম্প হয় টেকটোনিক প্লেট যখন একে অপরের সঙ্গে ধাক্কা লাগে তখন। এই ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিষয়টি আরও বিস্তারে জানান অধ্যাপক জাভেদ মালিক। তুরস্ক এবং সিরিয়াতেও যে ব্যাপক ভূমিকম্প দেখা গিয়েছে এর নেপথ্যেও রয়েছে সেই একই কারণ। এখনও পর্যন্ত ওই ভূমিকম্পে জেরে তুরস্ক এবং সিরিয়াতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৪,০০০।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version