Madhyamik Examination : পরীক্ষার আগেই ফাঁস ইংরেজির প্রশ্নপত্র! সুকান্ত-সৃজনের পোস্ট ঘিরে জল্পনা

।। প্রথম কলকাতা।।

Madhyamik Examination : রাজ্যে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । আর ২৪ ফেব্রুয়ারি ছিল ইংরেজি পরীক্ষা । তবে ইংরেজি পরীক্ষা ( English Exam) শুরু হওয়ার আগেই তার প্রশ্নপত্র ফাঁস (Question paper leaked) হয়ে গিয়েছে , এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ( Sukanta Majumdar) ট্যুইট এবং এসএফআইয়ের নেতা সৃজন ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। যদিও এই প্রসঙ্গে পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

শুক্রবার ছিল মাধ্যমিকের ( Madhyamik) ইংরেজি পরীক্ষা । এই পরীক্ষাকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির সভাপতি একটি ট্যুইট করেন। তিনি ইংরাজি প্রশ্নপত্রের তিনটি পাতা ট্যুইট করে লেখেন, ‘ আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে’। শুধুমাত্র সুকান্ত মজুমদার নন , ফেসবুকে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন সৃজন ভট্টাচার্যও ( Srijan Bhattacharya)। তিনি লেখেন, ‘ মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোন কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো ? ‘

যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই প্রসঙ্গে কোনো রকম প্রতিক্রিয়া প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাওয়া যায়নি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষাকে একেবারে স্বচ্ছ ভাবে সম্পূর্ণ করার জন্য আঁটোসাঁটো ব্যবস্থা গ্রহণ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ । এছাড়াও পর্ষদের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছিল । যাতে পরীক্ষায় স্বচ্ছতা বজায় থাকে । কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতৃত্বদের পোস্ট ঘিরে বর্তমানে জল্পনা সৃষ্টি হয়েছে । যদিও সুকান্ত মজুমদারের পোস্ট করা প্রশ্নপত্র গুলি সত্যিই এই বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে খোদ জেলা সফরে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version