China India: লাদাখে দুর্গ তৈরি করে নজরদারি চিনের! ১২ বছর আগের ব্লান্ডারই দায়ী, কড়া জবাব কীভাবে দেবে দিল্লি?

।। প্রথম কলকাতা ।।

China India: চিন লাদাখের গা ঘেষে তৈরি করে ফেলল বিশাল বড় দুর্গ। নাকি এটা এয়ারফিল্ড? স্যাটেলাইট পরিস্কার ধরা পড়ছে ইনটেনশন ২০১০-১২ চরম ব্লান্ডারটা হয়ে গেছিল লেহ-তে। গোপন খবরে বিস্ফোরক দাবি করছে লেহ-র এক নেতা। এবার প্ল্যান বি-তেই চলবে ইন্ডিয়ান আর্মি। একবার ভুলেও অ্যাটাক করলে জোর ধাক্কা খাবে পিএলএ সেনা। রেড অ্যালার্ম বাজছে শি জিনপিংয়ের দফতরে। ভারতের মাথায় হাত বুলিয়ে পেছনে ছুরি মারার চেষ্টা ধরা পড়ল হাতেনাতে। ইন্ডিয়ান আর্মি বলে দিচ্ছে বেজিংয়ের এই প্ল্যানটাও এবারেও মাঠে মারা যাবে। তবে কংগ্রেস জমানায় যা ঘটে গেছে তার দাম কি দিতে হবে এখন? আস্ত একটা গ্রামের পর কিনা এবার এয়ারফিল্ড? লাদাখ সীমান্তে এমন কোন জিনিসে নজরদারির জন্য এত বড় প্ল্যান?

শুধু চিনেরই নয় পূর্ব লাদাখ থেকে ৫০ কিমির মধ্যে রয়েছে। ভারতের নায়িওমা এয়ারফিল্ড যা আপগ্রেড করার কাজ চলছে রীতিমত। তবে LAC সংলগ্ন এলাকার নয়া উপগ্রহ চিত্র বলছে সীমান্তে দুর্গ বানাচ্ছে পিএলএ আর্মি। ২০১০ থেকে ২০১২-র মধ্যে লে জেলায় জোরাওয়ার ফোর্ট দখল করে চিন। ভারত কী আটকাতে পারেনি? বিশেষজ্ঞরা বলছেন, ২০১২ সালে কংগ্রেস জমানায় জোরাওয়ার ফোর্ট ধ্বংস করে সেখানে অবজার্ভিং পয়েন্ট বানায় চিন। এদিকে ২০০৮ সালেই ডুম চেলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারত। এবার সেই এলাকা থেকে অ্যাকশন শুরু করে দিয়েছে জিংপিংয়ের বাহিনী৷ একটু পেছনের কথা বলে রাখি। একটা সময় আকসাই চিন-সহ গোটা লাদাখের উপর নিয়ন্ত্রণ ছিল ডোগরা রাজবংশের। তাঁদেরই সেনাপতি ছিলেন জোরাওয়ার সিং। LAC সংলগ্ন এলাকায় একটি দুর্গ তৈরি করেন তিনি এখন লেহ-র একটা গ্রাম চুসুল সেখানকার কাউন্সিলর কনচক স্টানজিনের বিস্ফোরক দাবি করছেন।

তাঁর দাবি, জোরাওয়ার দুর্গই দখল করে ভারতীয় সেনার উপর নজরদারি চালানোর চেষ্টা করছে পিএলএ। শুধু দুর্গ নয় এয়ারফিল্ড তৈরি করারও স্পষ্ট ছবি ধরা পড়ে গেছে স্যাটেলাইটে। এদিকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি বরাবর পরিকাঠামো উন্নয়ন। এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নাথুলায়। সিভোক-রাংপো রেল সংযোগ প্রকল্প বাড়াচ্ছে ভারত। নেপথ্যে উদ্দেশ্য ফরওয়ার্ড এলাকায় সশস্ত্র বাহিনীকে রসদ সরবরাহের ক্ষেত্রে সহায়তা করবে। একইসঙ্গে দরকার পড়লে পাঠানো যাবে আরও বেশি জওয়ান।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন কিছুদিন আগেই তিব্বতে নতুন চিনা এয়ারফিল্ডের হদিশ পাওয়া গেছিল। সেখানেও বেজিং উন্নত ফাইটার জেট মোতায়েন করেছে বলে খবর। আর এবার লেহ-তেও সেরকমই কিছু করার চেষ্টা। বিশেষজ্ঞরা বলছে, সেক্ষেত্রে ভারতকে আরও দ্রুততার সঙ্গে বাড়াতে হবে নায়িওমা এয়ারফিল্ড আপগ্রেড করার কাজ। কারণ মনে রাখতে হবে সীমান্তবর্তী গ্রামগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করেছে চিনা ফৌজ। নয়া এই ইস্যুতে সেনা বা কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সরাসরি চিনের সঙ্গে সেনা পর্যায়ে আলোচনা শুরু হতে পারে বলে খবর৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version