লাদাখের ডেপসাংয়ে অমূল্য রতন! চীন কেন ছাড়ছে না এলাকা? দিল্লি রিস্কটা নিলই

।। প্রথম কলকাতা ।।

ভারতের আতঙ্ক! ডেপসাং থেকে কেন সরতে চাইছে না চীন? লাদাখের ডেপসাং-ডেমচকে এমন কি রয়েছে? বেজিং যাকে চোখের আড়াল করতে চায় না এক সেকেন্ডও কেন আজও সমঝোতা হচ্ছে না এই জটিলতার? ভারত জানত ব্যর্থ হবে বৈঠক তারপরও কেন বড় রিস্ক। ভারত চীনের মুখোমুখি বৈঠক ফেল। ডেপসাং থেকে সেনা সরাছে না চীন শুধু হেডলাইন দেখেই বুঝে যাবেন পুরো খবরটা? কেন ব্যর্থতার কথা বলা হচ্ছে বৈঠক সফল হওয়াটা আদৌ সম্ভব ছিল। এই ইনফোগুলোও তো জানতে হবে। লাদাখের ডেপসাং ও ডেমচক চীনের হাতের মুঠোয় চলে গেল পুরোপুরি। ভারত চাইলেই কি অ্যাকশন নিতে পারে? তাহলে নিচ্ছে না কেন? নাকি এটা সঠিক সময় নয়?

ডেপসাং ভ্যালির গুরুত্বপূর্ণ তথ্য। LACর ১৬-১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ডেপসাং বর্তমানে এই এলাকা ঘিরে রয়েছে পিএলএ আর্মি যার জেরে ভারত সেখানে পেট্রোলিং করতে পারছে না। এমন একটা স্ট্র্যাটেজিক এলাকা ডেপসাং যেখান থেকে একটা সমতলভূমি চীনের দিকে এগিয়ে গিয়েছে। এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিব্বত ও চীনের শিনজিয়াং প্রদেশের সড়ক ডেপসাংয়ের সঙ্গে যুক্ত। বেজিং মনে করে এই এলাকাতে ভারতের সেনা কোনওভাবে ঢুকলে সেটা চীনের জন্য খতরনাক পরিণতি হতে পারে। সোজা কথায় মারাত্মক আতঙ্ক ইন্ডিয়ান আর্মির৷ ফ্যাক্ট এটাও এই এলাকায় চীনা সেনার উপস্থিতির কারণে ভারতের কাছে রণকৌশলগত ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে সিএনএন ট্র্যাক জংশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে চীন সেনা ঘাঁটি গেড়ে থাকায়
কারাকোরাম পাস এলাকায় আপাতত নজরদারি বন্ধ ভারতীয় সেনার।

ডেমচক এলাকাও কিন্তু বর্তমানে পিএলএ আর্মি কন্ট্রোলে। এখানে থাকা চারদিংলা নালা সেখানেও ভারত পেট্রোলিং করত। ২০২০র গালওয়ান সংঘর্ষের পর থেকে সেটাও বন্ধ। কূটনৈতির মহলের দাবি, চীন আসলে চাইছে দুদেশের মধ্যে শান্তি চিরস্থায়ী করতেই হলে প্রধানত ভারতের জমিতে ‘নো ম্যানস ল্যান্ড’ সৃষ্টি করতে। কিন্তু দিল্লি কোনওভাবেই তাতে সম্মত নয়। তাই কোনও অ্যাকশন নেওয়ার আগে ভারত চাইছে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলাতে। যেটা ২০২২ সালেও করা হয়েছিল। তবে তখনও যা ফলাফল ছিল এখনও সেটাই।  এবারের বৈঠকে একটা কূটনৈতিক স্তরে আশার আলো বলতে পারেন। এপ্রিল মাসে হওয়া বৈঠকে দু’দেশ একসঙ্গে যৌথ বিবৃতি পর্যন্ত দেয়নি। এ বার অন্তত যৌথ বিবৃতি দিয়ে দু’দেশই সীমান্তে শান্তি ও সুস্থিরতা বজায় রাখার প্রশ্নে একমত হয়েছে। নেক্সট স্টেপ এক্ষেত্রে কী নেবে ভারত, সেটাই দেখার৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version