Kunal Ghosh: মামলা করে আটকে দেওয়া হচ্ছে নিয়োগ, চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য কুণালের

।। প্রথম কলকাতা ।।

Kunal Ghosh: দ্রুত নিয়োগের দাবিতে ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দ্বারস্থ হলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যে কুণালের সঙ্গে বেশ কয়েক বার বৈঠকও হয়েছে তাদের।

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘চাকরি দেওয়া যাচ্ছে না রেকমেন্ডেশন পেয়ে যাওয়ার পরেও। চাকরিপ্রার্থীদের কিছু আইনজীবী সর্বনাশ করেছেন। আন্দোলনকারীদের প্রত্যেকের চাকরি হয়ে গিয়েছিল। কিন্তু কিছু আইনজীবী মামলা করে নিয়োগ আটকে দিচ্ছেন। কোর্টের স্থগিতাদেশ না উঠলে নিয়োগ সম্ভব নয়। কিন্তু মুখ্যমন্ত্রী চান, সবাই চাকরি পান।’’ তিনি আরও সংযোজন করে বলেন, এক শ্রেণির আইনজীবী চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন। মিথ্যে সমবেদনার নাম করে এদের মামলা লড়ার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে বিরুদ্ধে পক্ষের হয়ে মামলা লড়ছেন। অযোগ্যপ্রার্থীদের দিয়ে মামলা করিয়ে যোগ্যদের চাকরি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

উল্লেখ্য, ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠকের দিন ধার্য করা হয়। সেই বৈঠকের পর চাকরি প্রার্থীরা জানিয়েছিলেন, দ্রুত জট কেটে যাবে, নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারিই ডেডলাইন। তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে শিক্ষামন্ত্রী, এসএসসি-র চেয়ারম্যান ও প্রিন্সিপ্যাল সেক্রেটারির সঙ্গে আলোচনা হয় এদিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version