লক্ষ্যে পৌঁছানোর পথ বলবে কুমারটুলি পার্ক, আপনার মনের কথা বলবে এই থিম

।। প্রথম কলকাতা ।।

জীবনের লক্ষ্য কী, জীবনে এগিয়ে চলার পথ কেমন? এই ভাবনাতেই সেজে উঠেছে কুমারটুলি পার্ক। এবারে তাদের থিম অ্যাম্বিশন। লক্ষ্যে পৌঁছতে কেউ সঠিক পথ, আবার কেউ বাঁকা পথ বেছে নেয়৷ সেই দুই পথকেই তুলে ধরেছে কুমারটুলি পার্ক। সকলের নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে। গন্তব্যে পৌঁছতে কেউ সোজা পথ বাছে। আবার কারোর ধৈর্য্য থাকে না দ্রুত সেখানে পৌঁছতে হাঁটেন বাঁকা পথে।জীবনের লক্ষ্য কী, জীবনে এগিয়ে চলার পথ কেমন সবটা মিলিয়েই তৈরি হয়েছে কুমারটুলি পার্কের থিম।

প্রতিবছরই নতুন নতুন থিমে দর্শকদের তাক লাগিয়ে দেয় কুমোরটুলি পার্ক সর্বজনীন। বলা যেতে পারে, কুমোরটুলি পার্ক মানেই দর্শকদের মনে চমক। কখনও রাজস্থানের আদলে জীবন্ত উট বালি উপরে, কখনও বল্লাল সেনের ঢিবি, কখনও মঙ্গল গ্রহ আবার কখনও মাঝ আকাশে হেলিকপ্টার। আগে এমন বহু থিমের মাধ্যমে দর্শককে চমকে দিয়েছে এই পুজো কমিটি। কুমোরটুলি পার্কের ঝুলিতে রয়েছে বহু পুরস্কারও এবছরও এমনই এক চমকদার থিম নিয়ে হাজির কুমোরটুলি পার্ক সর্বজনীন ৩১ বছরে পা দিল এই পুজো। বর্তমান প্রজন্মের উপর ভীষণ চাপ। সকলকে জীবনের লক্ষ্য আগে থেকে ঠিক করে দেওয়া হয়। চাপিয়ে দেওয়া হয় তার বেশিরভাগটাই ঠিক করে দেয় পরিবার।

চাপে পরে লক্ষ্যে পৌঁছতে নানা পথ বেছে নেয় তখন সে কখনও উঠা-নামা জীবেনর চড়াই উতরাই পেরিয়ে উঠে কখনও শর্টকাট বেছে নেয় বাধ্য হয়ে। তখনই অনেকে অসৎ পথে চলে যায়। অথচ পরিবার কিছু জানতেও পারে না। এদিতে তরুণ তরুণীরা নিজেদের খারাপ ভালো বুঝতেও পারে না অনেক সময়। অ্যাম্বিশনে পৌঁছনোর এই পথ নিয়েই গড়ে উঠেছে পুজোর ভাবনা। থিমের মাধ্যমে এক শিক্ষামূলক ভাবনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যা বর্তমান প্রজন্মের জীবনের পথে কাজে লাগবে।

আর এই পুজোর আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ রায়। যিনি জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্যাকটাসের সিধু বলেই বেশি পরিচিত। সেজে উঠছে কলকাতার পুজো মণ্ডপগুলি। থিমের লড়াইয়ে এগিয়ে থাকতে মণ্ডপসজ্জায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মণ্ডপ সজ্জার মাধ্যমে ভালোভাবে থিমকে ফুটিয়ে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি। থিমের ভাবনায় কোথাও ডিজনিল্যীান্ড কোথাও আবার ফুচকা। তবে কুমোরটুলি পার্ক সর্বজনীনের পুজোর থিম একেবারে অন্যরকম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version