Kolkata Ring Road: কলকাতার যানজট কমাবে রিং রোড, স্বস্তি পাবেন অফিস যাত্রীরা!

।। প্রথম কলকাতা ।।

Kolkata Ring Road: রাজ্যবাসীর জন্য সুখবর। কলকাতা (Kolkata) থেকে হাওড়ার (Howrah) যানজট নেহাত কম নয়। বিশেষ করে অফিস টাইমে বেশ বিব্রত বোধ করেন যাত্রীরা। এবার শহরের যানজট কম করতে চলেছে কলকাতার রিং রোড। এছড়াও হতে পারে তৃতীয় হুগলি সেতু। কলকাতা রাস্তায় যানজট কমাতে রিং রোড (RingRoad) তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যদি প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে হাঁফ ছেড়ে বাঁচবেন বহুযাত্রী।

দ্বিতীয় বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি প্রাইভেট লিমিটেড মঙ্গলবার একটি বৈঠকে কলকাতার রাস্তায় যানজট কমাতে রিং রোডের প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে জমির অধিগ্রহণের নানান সমস্যা রয়েছে। কলকাতা ও হাওড়ার যোগাযোগ মসৃণ করতে খরচ করতে হবে বিশাল টাকা। নতুন রাস্তা তৈরি করতে খরচ হতে পারে প্রায় চার হাজার কোটি টাকা। প্রস্তাবিত এই রাস্তাটি দৈর্ঘ্য হবে প্রায় ১৩০ কিলোমিটার। এক্ষেত্রে শুধুমাত্র বাণিজ্যিক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এই প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। তিলোত্তমায় ঢোকার ক্ষেত্রে রিং রোডে নানান পয়েন্ট থাকবে। পাশাপাশি রিং রোড ধরে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে থাকবে টোল ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী, এই রাস্তা হবে আট লেনের। কলকাতায় রিং রোডের পরিকল্পনার কথা জানানো হয়েছে কেন্দ্রকে।

শহরে যানজট কমাতে বেসরকারি সংস্থার রিং রোড প্রস্তাবকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমাতে বাউরিয়া থেকে বজবজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গঙ্গার উপর দিয়ে আরেকটি সেতু তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যেটি হতে পারে তৃতীয় হুগলী সেতু। এক্ষেত্রে খরচ হবে প্রায় দেড়শ কোটি টাকা। রিং রোড তৈরির প্রক্রিয়া একটু জটিল হলেও একবার বাস্তবায়ন হলে উপকৃত হবে তিলোত্তমাবাসী। এক্ষেত্রে টাকার পাশাপাশি প্রয়োজন জমির। যদিও এখনো পর্যন্ত এই রোড তৈরির প্রক্রিয়া প্রাথমিক স্তরে রয়েছে। এই নিয়ে উচ্চপদস্থ কর্তারা পরবর্তীকালে বৈঠক করবেন। তারপর সেখানে কোন সিদ্ধান্ত গ্রহণ হলে পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version