Passport Seva Kendra: ৩ ডিসেম্বর খোলা থাকছে কলকাতার PSK, বুক করুন অ্যাপয়েন্টমেন্টে

।। প্রথম কলকাতা।।

Passport Seva Kendra: বিভিন্ন কাজের জন্য বর্তমানে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মত নথি গুলি ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। পরিচয়পত্রের পাশাপাশি দেশের নাগরিকত্বের প্রমাণ ধারণ করছে পাসপোর্ট। যে কারণে প্রত্যেক ভারতীয়ের কাছে পাসপোর্ট থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় হিসেবে কলকাতার অধীনে যে পাঁচটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেগুলি আগামীকাল অর্থাৎ ৩ ডিসেম্বর খোলা থাকছে। পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে সেবা কেন্দ্রে গিয়ে পরিষেবা পেতে পারেন ওইদিন।

ভারতের বিদেশমন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের কাজ আরও সহজ করে দেওয়ার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করেছে। দেশের বিভিন্ন জেলায় রয়েছে এই পাসপোর্ট সেবা কেন্দ্র। কলকাতাতেও রয়েছে একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্র। সেগুলির ঠিকানা হল –

১. আকাশ টাওয়ার ইস্টার্ন বাইপাস রুবি, কসবা ৭৮১,আনন্দপুর কলকাতা

২. বেব্রোর্ন স্ট্রিট পোস্ট অফিস, কলকাতা

৩. দমদম মুখ্য ডাকঘর, ১৫০ ঋষি বঙ্কিমচন্দ্র রোড

৪. রিজেন্ট পার্ক সাব পোস্ট অফিস, ৯ রামকুমার পার্ক, কলকাতা

এই পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে আগামীকাল গিয়ে পরিষেবা পেতে পারেন পাসপোর্ট আবেদনকারীরা। এই সেবা কেন্দ্রগুলির মাধ্যমে অনলাইনে যেমন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে, তেমনই দেশে কিংবা দেশের বাইরে থেকেও কোন ব্যক্তি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

* কীভাবে পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন?

১. সর্বপ্রথম পাসপোর্ট সেবা অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।

২. লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে

৩. সমস্ত তথ্য পূরণ করে জমা দিন আবেদন পত্র

৪. এবার অনলাইন পাসপোর্ট তৈরির আবেদন করার জন্য যা ফি সেটা জমা করতে হবে। নিজের সুবিধামতো বুক করে নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট।

৫. আপনি যে আবেদন পত্রটির জমা দিলেন অনলাইনে, সেটি প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে পিডিএফ ফাইল করে নিন।

৬. পরবর্তীতে আপনার যাবতীয় নথিপত্র সহ আপনাকে যেতে হবে রিজিওনাল পাসপোর্ট সেন্টার বা পাসপোর্ট সেবা কেন্দ্রে। আপনার সকল নথিপত্র আসল হওয়া চাই।

৭.পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশনের জন্য সশরীরে থানায় উপস্থিত হতে হবে আবেদনকারীকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version