Sealdah Fire: দাউদাউ করে জ্বলছে কলকাতা পুলিশের গাড়ি, ভয়ঙ্কর কাণ্ড শিয়ালদা স্টেশন চত্বরে

।। প্রথম কলকাতা।।

Sealdah Fire: শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় বিপদ। শনিবার শিয়ালদা স্টেশনের পার্কিং লটে আচমকায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে একটি গাড়ি । পরবর্তীতে জানা যায় , পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িটি ছিল কলকাতা পুলিশের। ওই অগ্নিকাণ্ডের জেরে ক্ষতি হয়েছে আরও দুটি বাইকের । তবে দমকল কর্মীদের তৎপরতায় অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । এই ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান , গাড়িতে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি গাড়ি শিয়ালদা স্টেশনের এক নম্বর গেটের বাইরে পার্কিং লটে দাঁড় করানো ছিল । শনিবার স্থানীয় লোকেরা আচমকাই পার্কিং লটের ভেতরে ওই গাড়িটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন । কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ভিড় জমতে শুরু করে শিয়ালদা স্টেশনের বাইরে। যতক্ষণে দমকল বাহিনী সেখানে এসে উপস্থিত হয় ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে ছারখার হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে স্টেশন চত্বরে থাকা যাত্রীদের মধ্যেও ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যে দুটি বাইক আগুনের ফলে নষ্ট হয়ে গিয়েছ, তার মধ্যে একটি বাইকের চালক জানান , তিনি পার্কিংয়ে গাড়িটি রেখে চা খেতে গিয়েছিলেন । কিন্তু কিছুক্ষণ বাদে আচমকাই দেখতে পান সেখানে ভয়াবহ আগুন জ্বলছে । সেই মুহূর্তে গাড়ি বের করে আনা কোনভাবেই সম্ভব ছিল না। বলে জানান ওই বাইকের মালিক। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার শিয়ালদা স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও রেলের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে এই অগ্নিকান্ডের নেপথ্যে কী কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version