Kolaghat Road Accident: ভয়াবহ দুর্ঘটনা কোলাঘাটে, একসঙ্গে উল্টে গেল ৩টি গাড়ি

।। প্রথম কলকাতা ।।

Kolaghat Road Accident: কয়েক মাস আগেই কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। এরপর আবার সেখানকার ১৬ নং জাতীয় সড়কে সিদ্ধা বাজারের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সবাই। পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে একাধিক গাড়ি। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দ্রুত গতিতে আসছিল ওই ট্রাক। আর তারপরেই ধাক্কা মারে একটি ট্রাক সহ তিনটি গাড়িকে। পাথর বোঝাই ওই ট্রাকের খালাসির মৃত্যু হয়েছে। সেইসঙ্গে জখম হয়েছেন অনেকেই।

স্থানীয় পুলিশ সূত্রে, ভোর পাঁচটা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আচমকা এসে ধাক্কা মারে পাথর বোঝাই ওই গাড়ি। আর মুহূর্তের মধ্যেই ট্রাক সহ আরও দুটি গাড়ি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। তবে এর দরুন রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পরবর্তীতে শত চেষ্টার পর খালাসির মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাথর বোঝাই গাড়ির গতি বেশি থাকায় এই ঘটনাটি ঘটেছে।

অন্যদিকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। আর পাথর বোঝাই ওই গাড়ি প্রচণ্ড জোরে এসে ধাক্কা মারলে ট্রাকটি সামনে ছিটকে যায় এবং আরও দুটি গাড়িতে ধাক্কা মারে। যার ফলে সেই গাড়িগুলি উল্টে গিয়ে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। পুলিশ এসে সমস্ত গাড়িগুলিকে উদ্ধারের ব্যবস্থা করে এবং যানজট সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ইদানিংকালে কোলাঘাটে ঘন ঘন দুর্ঘটনার খবর মিলছে। এর আগে দুর্ঘটনায় একটি ডাম্পার প্রথমে একটি ফুল বোঝাই মিনি ট্রাক ও পরে আরও তিনটি মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছিল শরৎ সেতুর কাছে। এদিন ফের আবার পথ দুর্ঘটনায় জখম হয়েছেন অনেকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version