ICDS Karmi Recruitment 2022: মাধ্যমিক পাশে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

ICDS Karmi Recruitment 2022: রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাসে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে রাখা ভাল, এই কর্মী নিয়োগ হবে শুধুমাত্র বাঁকুড়া জেলার জন্য। এক্ষেত্রে তারাই আবেদন করতে পারবেন যারা নির্দিষ্ট এলাকার বাসিন্দা। এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা।

শূন্য পদের সংখ্যা

২০২২ এর নভেম্বরের ১৮ তারিখে প্রকাশিত ৩২৩/আই.সি.ডি/কোট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী অফলাইনের মাধ্যমে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পদে আবেদন করতে পারবেন। এই পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ৯টি। জেনারেলদের জন্য ৫টি, এসসিদের জন্য ২টি এবং এসটিদের জন্য ২টি পদ।

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ করা হবে লিখিত এবং পরীক্ষা মাধ্যমে। দুটি পরীক্ষার পর চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় থাকবে ৩৫ নম্বর, মৌখিক পরীক্ষায় ৫ নম্বর এবং কাজের অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে পাটিগণিত, ইংরেজি, পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয় এবং সাধারণ জ্ঞান থেকে।

আবেদন পদ্ধতি

আপনি যদি আবেদন করতে চান তাহলে অফিশিয়াল নোটিশের ৪ নম্বর পেজে একটি আবেদনপত্র দেওয়া রয়েছে। সেটি প্রিন্ট করে যথাযথ জায়গায় ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করবেন। ওই আবেদন পত্রের সঙ্গে দরকারি ডকুমেন্টসের জেরক্স দিয়ে বাঁকুড়ার কোতুলপুর মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ে পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮.১১.২০২২ এর তারিখ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version