Maha Shivaratri 2023: মহা শিবরাত্রিতে শুভ যোগ, ভাগ্য ফেরাতে শুভ সময় আর নিয়ম জেনে রাখুন

।। প্রথম কলকাতা ।।

Maha Shivaratri 2023: ২০২৩ এর মহা শিবরাত্রিতে (Maha Shivaratri) রয়েছে এক দুর্লভ সংযোগ। বছরে একবার মহা শিবরাত্রির (Maha Shivaratri) জন্য ভক্তগণ আকুল অপেক্ষায় থাকেন। সারা রাত জেগে সারাদিন কঠোর উপবাস পালন করে দেবাদিদেবের মাথায় জল ঢালেন ভারতের কোটি কোটি ভক্ত। মূলত মহা শিবরাত্রি হলো শিব আর শক্তির মহা মিলনের দিন। পৌরাণিক কাহিনী অনুযায়ী, সতীর দেহত্যাগের পর দেবাদিদের বৈরাগ্য ধারণ করেছিলেন। অপরদিকে সৃষ্টিকে বাঁচাতে সৃষ্টির কল্যাণে দেবী সতী পার্বতী রূপে ফিরে আসেন। পার্বতী শিবের জন্য কঠোর তপস্যা শুরু করেন। তারপর দুজনের বিবাহ হয় ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশীর শুভক্ষণে। ২০২৩ এর মহা শিবরাত্রি একটু বিশেষ হতে চলেছে। এবছর শিবরাত্রি পড়েছে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে। দিন পড়েছি শনিবার। পুজোর নিশীথ কাল থাকবে এই দিন রাত ১২টা ৯ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। ব্রত ভঙ্গের সময় ১৯শে ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে দুপুর ৩টে ২৬মিনিটের মধ্যে। এমনি থেকেই শিবরাত্রির জন্য শনিবার বিশেষ একটি দিন। তার ওপর এই দিন রয়েছে শনি প্রদোষ ব্রত। এই সুন্দর সংযোগে তৈরি হবে পুত্র প্রাপ্তি যোগ। যাদের সন্তান নেই কিংবা সন্তান লাভের ক্ষেত্রে নানান বাধা তৈরি হচ্ছে তাদের কাছে এই শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মূলত মহাশিবরাত্রি হল ভগবান শিবের মহান রাত। প্রতিবছর নিয়ম করে এই দিনটি পড়ে চতুর্দশী তিথিতে। বছরে একবারই আসে মহা শিবরাত্রি। কখনো বসন্ত ঋতুতে আবার কখনো বা শীতের শেষে। একটি দিন সারা রাত জেগে চলে শিবের আরাধনা। শিবরাত্রির এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করেন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। শুধু তাই নয়, ভক্তরা সারাদিন জল পর্যন্ত স্পর্শ করেন না। তারপর সারারাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। এমনকি ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত এই শিবরাত্রি পালন করেন। মনে করা হয় , এই উপবাস অত্যন্ত কঠিন। সারাদিন জল পান তো দূর, ঘুমানো পর্যন্ত যায় না। শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির দিনটি বড় উৎসবের চেয়ে কম নয়। শিবরাত্রি বছরে দুবার আসে। প্রথম শিবরাত্রি ফাল্গুন মাসে এবং দ্বিতীয় শিবরাত্রি শ্রাবণ মাসে পালিত হয়। ফাল্গুন মাসে যে শিবরাত্রি আসে তাকে বলা হয় মহাশিবরাত্রি। ভক্তরা মহাশিবরাত্রি উপবাস পালন করে মহাদেবের পুজো করেন।

মহাশিবরাত্রির দিন ভগবান শঙ্করকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। খেয়াল রাখবেন যেন সারা রাত প্রদীপ জ্বলে। এর পরে ভগবান শিবকে চন্দনের তিলক লাগাবেন। ভগবান শিবের গাঁজা, ধুতুরা, বেলপাতা, তুলসী, জায়ফল, পাঁচ ধরনের ফল, মিষ্টি পান, আখের রস, ফুল ইত্যাদি নিবেদন করতে হবে। উল্লিখিত জিনিসগুলি অর্পণ করার সময়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমঃ শিবায় জপ করবেন। প্রতিবছর ভারতের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান , উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং বিহারে ধুমধাম করে মহা শিবরাত্রি পালন করা হয়। পশ্চিমবঙ্গেও এই আরাধনা ও আনন্দের রেশে বিন্দুমাত্র কমতি থাকে না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন শিবের নামে উপবাস করলে মানুষের ভাগ্য নাকি ফিরে যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version