এক অস্ত্রে শান দিচ্ছেন কিম-পুতিন, ফেস টু ফেস গোপনে, কী চলছে ?

।। প্রথম কলকাতা ।।

খতরনাক প্ল্যানিং, এক অস্ত্রে শান দিচ্ছেন কিম-পুতিন? জি২০ এড়িয়ে উঃ কোরিয়ার সঙ্গে বড় চুক্তির নকশা। তলে তলে কিমের গোলাবারুদ ঢুকছে মস্কোয়? যুক্তরাষ্ট্রের ওয়ার্নিং কে থোড়াই কেয়ার? কিমের ট্রেন ঘিরে শোরগোল, ভ্লাদিভোস্টকে ঘটতে যাচ্ছে বড় কিছু। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভোস্টকে পুলিশ ছেয়ে গেছে। ক্রেমলিনের মুখে কুলুপ। গোপনে কিম – পুতিন ফেস টু ফেস?

কোভিড-১৯ মহামারির পর কিমের প্রথম বিদেশ সফর। রাশিয়ায় কিমের সাঁজোয়া ট্রেন ঘিরে চারিদিকে শোরগোল। তাহলে কী দুদেশের অস্ত্র চুক্তি ফাইনাল? গত সপ্তাহেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, দুদেশের মধ্যে অস্ত্র আলোচনার জন্য দ্রুত মুখোমুখি হবেন কিম এবং ভ্লাদিমির পুতিন। তাহলে কি সেই আশঙ্কায় সত্যি হয়ে গেল? রিস্ক বাড়ছে। হোয়াইট হাউস অলরেডি ওয়ার্ন করেছে, উত্তর কোরিয়া যদি রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তিতে আবদ্ধ হয়, সেক্ষেত্রে চরম মূল্য দিতে হবে। হ্যাঁ, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র দিলে যুক্তরাষ্ট্র দেশটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু এসবে আপাতত পাত্তা দিচ্ছেন না কিম-পুতিন।

উত্তর কোরিয়া তাদের কৃত্রিম উপগ্রহ এবং পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের জন্য মস্কোর কাছ থেকে উন্নত প্রযুক্তির সাহায্য চাইছে। এছাড়া উত্তর কোরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটা। দেশটা প্রায়শই ব্যাপক খাদ্যাভাবের মধ্য দিয়ে যায়। তাই তারা রাশিয়ার কাছ থেকে খাদ্য সহায়তাও চাইছে, আর পুতিন? এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল। তবে সেটা স্ট্রেট অস্বীকার করেছিল পিয়ংইয়ং এবং মস্কো। কিন্তু যুদ্ধের পিক টাইমে মস্কো যুদ্ধাস্ত্রের জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে। অস্ত্র বিক্রির ক্ষেত্রে উত্তর কোরিয়া রাশিয়ার কাছে যে দাম চাইবে তা পাবে। এই দাম চোখে ধাঁধাঁ লাগিয়ে দিতে পারে।

সেই অনুযায়ী দেখতে গেলে অস্ত্র চুক্তির বড় চান্স রয়েছে, মত বিশেষজ্ঞদের একাংশের। জানিয়ে রাখি এই প্রথম নয় এর আগে ২০১৯ সালে দুই নেতার শেষবার বৈঠক হয়েছিল, যখন কিম ট্রেনে করে ভ্লাদিভোস্টকে এসেছিলেন। বৈঠক ও হয়েছিল এখন দেখার এবারের বৈঠকে রাশিয়া উত্তর কোরিয়া কোন পথে হাঁটে। তবে, কিমের সঙ্গে মস্কোর অস্ত্র চুক্তি হলে ইউক্রেন এর যে রিস্ক বাড়বে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version