।। প্রথম কলকাতা ।।
কৌশিকী অমাবস্যায় নতুন চমক তারাপীঠে মায়ের রাজকীয় সাজ। যাঁরা গাড়ি করে তারাপীঠ আসতে চাইছেন তাঁরা পড়তে পারেন মহাবিপদে। কৌশিকী অমাবস্যায় মাকে দর্শন করতে মন্দিরে কোন সময়ে যাবেন? অনলাইনে মা কে পুজো দিতে চান? কীভাবে পুজো পাঠাবেন জানুন। শিবকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা মা। তিনি কখনও নীলসরস্বতী কখনও উগ্রতারা! কৌশিকী অমাবস্যায় তারাপীঠে থিকথিক করে ভক্তদের ভিড়ে। এবারের পুজো বিশেষ কারণে অনান্য সব বছরের থেকে আলাদা।
বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা মায়ের মন্দিরে এবার আঁটোসাঁটো নিরাপত্তা। অনেকেই কলকাতা থেকে গাড়ি নিয়ে সোজা তারাপীঠ চলে যান। এবছর ভোগান্তি রয়েছে কারণ বুধবার থেকেই তারাপীঠে কোনো চার চাকা গাড়ি ঢুকছে না। মায়ের দর্শন করতে চাইলে রাতেও যেতে পারেন ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদিন সারারাত মন্দির খোলা থাকবে। সম্প্রতি তারাপীঠের মা তারার গর্ভগৃহ সংস্কারের কাজ শেষ হয়েছে।গর্ভগৃহে মার্বেল বসানোর পাশাপাশি মন্দির রং করা হয়েছে। কৌশিকী অমাবস্যায় সাজানো মন্দিরে পুজো হবে। মায়ের জ্যোতি নিয়ে অমাবস্যার অন্ধকার দূর হয়ে যাবে মন্দির প্রাঙ্গণে।
বৃহস্পতিবারই ভোর পাঁচটা ৩১ মিনিটে অমাবস্যা পড়ছে। কৌশিকী অমাবস্যার রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। বৃহস্পতিবার দিনভর পুজোপাঠ চলবে মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হবে মাকে ফুলের সাজে সেজে উঠবেন মা তারা নিয়ম মেনে দুপুরে মাকে দেওয়া হবে অন্নভোগ। ভোগে নিবেদন করা হবে, সাত রকমের ভাজা মাছ, সাদা চালের ভাত, পোলাও, শোল মাছ পোড়া মঙ্গলারতির পরে ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হবে শীতল ভোগ রাতে মন্দির চত্বরে মহাযজ্ঞ হবে।
অনেকেই ভাবছেন অনান্য মন্দিরের মতো তারাপীঠেও অনলাইনে পুজো দেওয়া যায়। এমনটা করে ঠকছেন প্রতিদিন কেউ না কেউ। অনলাইনে তারাপীঠে তারা মায়ের পুজোর কোনও ব্যবস্থা নেই। ভক্তরা নিজস্ব সেবায়েতকে দিয়ে পুজো করাতে পারে। ডাক যোগে প্রসাদ পাঠানো হয়। অনলাইন কোনও ব্যবস্থা নেই। কৌশিকী অমাবস্যার পুজোর আগে সতর্ক করেছেন মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী আমাবস্যায় সিদ্ধিলাভ করে মা তারার দর্শন পান সাধক বামদেব। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। সেই থেকে পালিত হয় কৌশিকী আমাবস্যা। দূর দূরান্তে থেকে আসে সাধু সন্ন্যাসীরা ভক্তরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম