Bengali serial: ফুলকির সেটে কৌশাম্বীর আইবুড়ো ভাত, মেনুতে কী কী ছিল?

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: গান গেয়ে কৌশাম্বীকে আইবুড়ো ভাত খাওয়ালেন ফুলকি। এলাহি আয়োজন। বিয়ে বাড়ি যেন এসেই গেল। মিঠাই রানী কেন এলেন না? কৌশাম্বীর উপর রাগ? গরমের কথা মাথায় রেখে ছিল বিশেষ ব্যবস্থা। জানেন সেটা কী? মিঠাইয়ের সেটে মন দেওয়া নেওয়া হয়েছিল। ফুলকির সেটে বিয়ে। বিয়েতে মিঠাই কি আমন্ত্রিত?

 

ফুলকির সেটে হয়ে গেল জমজমাট আইবুড়োভাতের অনুষ্ঠান। ভাত, পোলাও, মাছ, মাংসের সঙ্গে হরেক রকমের মিষ্টি। কবজি ডুবিয়ে ফুলকির টিমের সদস্যের সঙ্গে ভুরিভোজ সারলেন কৌশাম্বী।

 

ফুলকি ধারাবাহিকে কাজ করছেন ব্রাইড টু বি কৌশাম্বী চক্রবর্তী। টিমের সকলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। সকলে ভালোবাসে খাইয়ে দিচ্ছেন কৌশাম্বীকে। কৌশাম্বীর আইবুড়ো ভাতের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ভাত, পোলাও, পাঁচ রকম ভাজা, ডাল, মাছ, সবজি, লুচি বেগুন ভাজা, দোসর দই, মিষ্টি, চাটনি, পাপড় সামনে সাজানো একটা আস্ত ডাব, গ্লাসে রয়েছে পানীয়। প্রচণ্ড গরমের মধ্যেই বিয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সঙ্গে চলছে খাওয়াদাওয়াও। তবে পেট ঠাণ্ডা রাখতে খাবারের সঙ্গে ছিল ডাবের জল ও ঠাণ্ডা পানীয়! গান গেয়ে সকলে মিলে আইবুড়ো ভাত খাওয়ালেন টেলি নায়িকাকে।

 

মিঠাই’-এর ‘দিদিয়া’র চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠার পর ‘ফুলকি’তে ‘পারমিতা’র চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বিকে। সেই ধারাবাহিকের সেটেই ঘটা করে হল কৌশাম্বির আইবুড়ো ভাতের অনুষ্ঠান। ধারাবাহিক ‘মিঠাই’-এর সেট থেকেই প্রেম শুরু আদৃত রায় ও কৌশাম্বির। এই ধারাবাহিকে নায়ক ছিলেন আদৃত। কৌশাম্বি অভিনয় করতেন আদৃতের দিদির চরিত্রে। সেই সময়ে গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রেম করছেন সৌমিতৃষা ও আদৃত। তবে তা দীর্ঘস্থায়ী নয়। শোনা যায়, ‘মিঠাই’-সৌমিতৃষা নয়, আদৃত মন দিয়ে বসেন ‘দিদিয়া’ কৌশাম্বিকে।

 

ধীরে ধীরে অবনতি হতে থাকে আদৃত ও সৌমিতৃষার সম্পর্কের। এমনকি ধারাবাহিকের শেষের দিকে একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতেন না ‘মিঠাই’ আর ‘উচ্ছেবাবু’। তবে সেসব এখন অতীত। আদৃত ও কৌশাম্বি এখন মজে তাঁদের নতুন জীবন সাজাতে। ৯ মে তাঁদের বিয়ে, হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। মিঠাই’ পরিবারের সবাই এদিন জমায়েত হয়েছিলেন সান্ধ্য আড্ডায়। সেখানে মনোহরা পরিবারের বাকি সবাই থাকলেও গড়হাজির ছিলেন খোদ ‘মিঠাই’ সৌমিতৃষা। জমায়েতে তাঁকে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠেছিল অনেক।

 

Exit mobile version