Kalyani IIIT Recruitment: কল্যাণী আইআইআইটি-তে শূন্যপদের বিজ্ঞপ্তি, মাসিক বেতন কত জানেন ?

।। প্রথম কলকাতা ।।

Kalyani IIIT Recruitment: রাজ্যে চাকরির একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে পুনরায়। এবারে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । তাঁরা শূন্য পদে কর্মী নিয়োগ করবেন। এই পদে চাকরির জন্য রাজ্যের যে কোন প্রান্তের আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। তবে আবেদন করার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়স সীমা কত হতে হবে এবং মাসের শেষে বেতন কত মিলবে এই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি অবশ্যই জেনে নিন।

পদ: স্টুডেন্ট হোস্টেল তত্ত্বাবধায়ক

বয়স সীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে

শূন্য পদ: তিনটি শূন্য পদ

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে শুধুমাত্র রাজ্য কিংবা কেন্দ্রের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তাহলেই তিনি উক্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে ইংরেজি , বাংলা এবং হিন্দি স্বতঃস্ফূর্তভাবে বলতে জানতে হবে। এছাড়াও এই সংশ্লিষ্ট বিভাগে অন্যান্য কোন প্রতিষ্ঠান অথবা অন্য কোন সংস্থায় ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যারা কম্পিউটার বিষয়ে দক্ষ তাঁরা এ ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা পাবেন।

মাসিক বেতন: প্রতিমাসে হোস্টেল তত্ত্বাবধায়কদের বেতন দেওয়া হবে ১৪,৪৮২ টাকা।

আবেদন প্রক্রিয়া: আবেদন পত্রটি আবেদনকারীদের ডাউনলোড করে নিতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে। www.iiitkalyani.ac.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর বিজ্ঞপ্তিতে থাকা আবেদন পত্রটিকে ডাউনলোড করে প্রিন্ট করার পর সমস্ত তথ্য পূরণ করতে হবে। ওই আবেদন পত্রটির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জুড়ে দিয়ে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।

(ডেপুটি রেজিস্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ডাব্লিউইবিইএল আইটি পার্ক, কল্যাণী ৭৪১২৩৫ নদিয়া, ওয়েস্ট বেঙ্গল)।
এছাড়াও আবেদনকারীদেরকে আবেদনপত্রের একটি সফ্ট কপি প্রতিষ্ঠানের ই-মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০/০২/২০২৩ এই তারিখের মধ্যে সকল আবেদনকারীকে তাদের আবেদন পত্র জমা দিয়ে দিতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version