ষষ্ঠীর কল্পারম্ভ, বেলুড় মঠে দেবী দুর্গার পুজো শুরু

।। প্রথম কলকাতা ।।

রীতি মেনে সকালে ঘট স্নান। ষষ্ঠীর কল্পারম্ভ দিয়ে বেলুড়ে শুরু হল দেবীর আরাধনা। মাকে কীভাবে আমন্ত্রণ জানান সন্ন্যাসীরা? এই একটা কারণে কয়েক লক্ষ ভক্তদের ভিড় বেলুড়মঠে। মহাষষ্ঠীর পুণ্য লগ্নে ভোরবেলায় মণ্ডপে শুরু হয় নারায়ণ পুজো এবং ষষ্ঠীর কল্পারম্ভ। ভোরবেলায় গঙ্গাজলে দেবীর ঘট ধুয়ে তা স্থাপন করা হয়। সকাল থেকেই শুরু হয় কল্পারম্ভের পুজো। এরই মাধ্যমে সন্ন্যাসী ব্রহ্মচারীরা মাকে আহ্বান জানান বেলুড় মঠে অধিষ্ঠিত হওয়ার জন্য। বলা যায় এরই মাধ্যমে পাঁচ দিনের মহাপুজার শুভ সূচনা হল। দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান সন্ধ্যাবেলায়।

আটচালাতেই দেবীকে রাখা হয়। সেই মতোই দেবীর মণ্ডপে সেই সজ্জা রাখা হয়েছে বেলুড় মঠে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। মূল মঠের পাশেই দেবীর মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরও সেই ব্যবস্থা করা হয়েছে। পুজোর কটা দিন অগুণিত ভক্তদের ভিড়ে জমজমাট থাকে এই প্রাঙ্গন। জন্মাষ্টমীর তিথিতে কাঠামো পুজো হয় বেলুড় মঠে প্রতিবছর দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনের পর কাঠামো তুলে রাখা হয়। পরের বছর পুজো শুরুর আগে সেই কাঠামোই পুজো করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গল আরতি করে কাঠামো পুজো সম্পন্ন করা হয়েছিল ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসীদের প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়।দেবীর এটি স্থায়ী কাঠামো। আর ওই দিন থেকেই মঠে দুর্গোৎসবের সূচনা হয়। আর সেই সময় থেকেই মঠ প্রাঙ্গণে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যায়।

শুধু স্থানীয়রাই নন, দূরদূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান বেলুড় মঠে। পুজোয় প্রতিদিনই বহু মানুষ যান মঠের প্রতিমা দর্শনে। তার মধ্যেও মহাষ্টমীর দিন ভিড় একটু বেশিই হয়। কারণ ওই দিন থাকে কুমারী পুজো। আর বেলুড় মঠের কুমারী পুজো বরাবরই ভীষণরকম জনপ্রিয়। বেশিরভাগ দর্শনার্থীই বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠের মতো জায়গাগুলিও ঘুরে দেখেন একইসঙ্গে। তারমধ্যে পুজোর সময় বাড়তি ভিড় দেখা যায় বেলুরমঠে। প্রতিবছরই পুজোর সময় ভোগ বিতরণেরও আয়োজন থাকে বেলুড়ে। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করেন। ব্যতিক্রম থাকছে না এবারেও। বিপুল ভিড় সামাল দিতে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version