Kalna News: ৬৪ বছরে স্বর্ণপদক পেলেন কালনার প্রাক্তন শিক্ষিকা, গর্বিত গোটা দেশ

।। প্রথম কলকাতা ।।

Kalna News: বয়স একটা সংখ্যা মাত্র। মানুষ মনের জোরে ঠিক কি করতে পারে তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। কথায় ইচ্ছা থাকলেই উপায় হয়, এই কথাটি একেবারে হুবহু মিলে গিয়েছে কালনার এই প্রাক্তন শিক্ষিকার জীবনের সঙ্গে। ৬৪ বছর বয়সে যেখানে সবাই চাকরি জীবন থেকে অবসর নিয়ে বাড়িতে বিশ্রাম নেন, সেখানে বাংলার এই নারী মাঠে গিয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন। ‘বর্তমান’ এ প্রকাশিত তথ্য অনুযায়ী, কালনার এই প্রাক্তন শিক্ষিকা দেশের জন্য এনে দিয়েছেন একটি সোনা এবং দুটি রুপোর পদক।

ইচ্ছা থাকলেই উপায় হয়। মনে অদম্য ইচ্ছা থাকলে যে কোন বয়সকেই হার মানিয়ে দেওয়া যায়, তা প্রমাণ করে দিয়েছেন কালনার শ্যামগঞ্জের সন্ধ্যা পাকিরা। বয়স প্রায় ৬৪ বছর। তিনি একজন প্রাক্তন শিক্ষিকা। জ্যাভলিনে (javelin) তিনি পেয়েছেন সোনার পদক। একটা খেলাতেই তিনি থেমে থাকেননি। ডিসকাস এবং শট পুটে দ্বিতীয় হয়ে লাভ করেছেন দুটি রুপোর পদক।

শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল ৩৬তম আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক প্রতিযোগিতা। সেখানে ষাট ঊর্ধ্বে বয়সী ব্যক্তিদের জন্য বেশ কয়েকটি খেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন শিক্ষিকা সন্ধ্যা পাকিরা। ১৪ই এবং ১৫ই জানুয়ারি আয়োজিত এই খেলায় তিনটি পদক পেয়েছেন বাংলার নারী সন্ধ্যা পাকিরা। যদিও এই প্রথম নয়, ২০১৯ সালে বাংলাদেশে মাস্টার অ্যাথলেটিকে অংশ নিয়ে সেখানেও একটি সোনার পদক এবং দুটি রুপোর পদক পেয়েছিলেন। এছাড়াও রাজ্যস্তরে বহুবার সাফল্য পেয়েছেন। শুক্রবার বাড়ি ফিরতেই বহু মানুষ তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তাঁর সাফল্যের এই সংবাদে পরিবারের সদস্যদের পাশাপাশি পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ গোটা দেশ অত্যন্ত খুশি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version