Madhyamik 2023: মাধ্যমিক পরীক্ষা শুরু হতে কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র, একগুচ্ছ গাইডলাইন নবান্নের

।। প্রথম কলকাতা ।।

Madhyamik 2023: আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exa)। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষায় বসতে চলেছেন। তাই পরীক্ষাগুলি যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় তার জন্য পূর্বেই পর্ষদ একাধিক নির্দেশিকা জারি করেছে। এছাড়াও জেলাগুলির সঙ্গে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন মুখ্য সচিব। এই মতো পরিস্থিতিতে স্পর্শকাতর অঞ্চলগুলিকে বিশেষ নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের (Nabanna) তরফ থেকে জারি করা হয়েছে ১৯ দফার গাইডলাইন (Guideline) ।

নবান্নের গাইডলাইনে বলা হয়েছে, বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকা হিসেবে যেই এলাকাগুলিকে চিহ্নিত করা হবে সেখানে বিডিও, এসডিও, জেলাশাসক পর্যায়ের আধিকারিকদের গিয়ে পরিদর্শন করতে হবে। এছাড়াও কোথাও যদি ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন হয় তাহলে তার ব্যাখ্যা দিতে হবে পর্ষদকে। কেন ইন্টারনেট (Internet) বন্ধ করার প্রয়োজন রয়েছে এই বিষয়ে যথাযোগ্য যুক্তি পর্ষদের কাছ থেকে পাওয়া গেলে তারপরেই ওই এলাকায় ইন্টারনেট বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য স্বরাষ্ট্র দফতর।

এছাড়াও গাইডলাইনে আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে জেলাশাসকের নেতৃত্বে প্রত্যেকটি জেলায় একটি করে কমিটি তৈরি করতে হবে। যদিও ইতিমধ্যে সে কমিটিগুলো তৈরি হয়ে গিয়েছে। ওই কমিটির কাজ হবে জেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি করা হয়েছে পর্ষদের কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুম গুলিতে কলকাতা পুলিশ অথবা রাজ্য পুলিশের তরফ থেকে একজন আধিকারিক থাকবেন। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় এক ধাক্কায় চার লক্ষ কমে এসেছে। এবারে মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছেন ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version