।। প্রথম কলকাতা।।
Mamata Banerjee: শহরাঞ্চলে চিকিৎসা সংক্রান্ত যে সুযোগ সুবিধা গুলি রয়েছে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই ধরনের সুবিধা গুলি খুব সহজে পান না সাধারণ মানুষ। তাই এবার পিজির জুনিয়র ডাক্তারদের পালা করে প্রান্তিক এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। সোমবার তিনি এসএসকেএমে একটি অনুষ্ঠানে এসে উপস্থিত হন। আর তারপর জুনিয়র চিকিৎসকদের প্রান্তিক এলাকায় যাওয়ার কথা বলেন । একই সঙ্গে তিনি জানান , এই অভিজ্ঞতা জুনিয়র চিকিৎসকদের জন্য অত্যন্ত লাভজনক হিসেবে প্রমাণিত হবে।
১৬ জানুয়ারি এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ৬৭ তম প্রতিষ্ঠা দিবস ছিল । সেই উপলক্ষ্যে হাসপাতালের এক অনুষ্ঠানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বক্তৃতা দেওয়ার সময় পিজির অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়কে বলেন , জুনিয়ার চিকিৎসকদের (Junior Doctor)একটি দল তৈরি করে সপ্তাহে অন্ততপক্ষে তিন থেকে চার দিনের জন্য প্রান্তিক এলাকায় পাঠানোর কথা। সেই এলাকাগুলিতে চিকিৎসা শিবির তৈরি করে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। এর মাধ্যমে চিকিৎসকরা পেশাগত জীবনে কিছু সুযোগ সুবিধা পাবেন এমনটাই বক্তব্য তাঁর।
ওই দিন তিনি বলেন, হাসপাতালে গভীর রাতের দিকে কিংবা ভোরের দিকে যে আপৎকালীন পরিস্থিতি গুলি তৈরি হয় সেগুলি অনেক বেশি দায়িত্ব নিয়ে সামাল দেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বর্তমানে পিজির ট্রমা কেয়ারে প্রতিদিন পালা করে থাকেন এক একজন সিনিয়র চিকিৎসক। সোমবার ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি পুলিশ হাসপাতাল এমআরআই কেন্দ্র, হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট, রেডিও থেরাপি বিভাগের সেমিনার হল ,হেড অ্যান্ড নেক অস্ত্রোপচারে জন্য ইএনটি বিভাগে আই সি ইউ এবং বহির্ভাগ ভবনের নতুন পাঁচটি তলের সূচনা করেন।
গতকাল তিনি নাম না উল্লেখ করে বেসরকারি কিছু হাসপাতালকে নিশানায় রাখেন। তাঁর দাবি, রোগী মারা যাওয়ার পরেও তাকে আইসিইউতে রেখে বিল বাড়ানো হচ্ছে । এইভাবে টাকা আদায় করা হচ্ছে রোগীর পরিবারের কাছ থেকে। সমস্ত খবরই রাজ্যের কাছে রয়েছে। একই সঙ্গে তিনি বেশ কিছু হাসপাতালের কাজের সুনামও করেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম