SLST Protest: জট কাটাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় চাকরিপ্রার্থীরা, ‘বৈঠক সদার্থক’ দাবি আন্দোলনকারীদের

।। প্রথম কলকাতা ।।

SLST Protest: আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী যে তাদের সাথে বৈঠক করে আলোচনা করে এর সঠিক পথ বের করবেন । কথা রেখেছেন শিক্ষামন্ত্রী। কথা মত ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। এছাড়াও এদিনের বৈঠকে ছিলেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা। দীর্ঘ দিনের জট একদিনে কাটবে না আগেই মনে রাখা হচ্ছিল। তবে,২ ঘন্টার বৈঠক ফলপ্রসূ বলেই জানা গিয়েছে। দীর্ঘ ১৬ মাস পরে এই বৈঠক হল রাজ্য শিক্ষা দফতরে। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মধ‍্যে ভুল বোঝাবুঝি ছিল। তবে, এই বৈঠকের পর নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে।

জানা গেছে, আগামী ২২ ডিসেম্বর ফের আরও একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও SLST চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। সেই বৈঠকেও সমাধান সূত্রে নিয়ে আলোচনা করা হবে।

আমরা আজকের বৈঠকে খুশি। যদি কথাবার্তা এমনভাবেই চলতে থাকে তাহলে আমাদের বিশ্বাস দ্রুত সমস্যার সমাধান হবে। শিক্ষা দফতরের তরফে দ্রুত সমস্যা মেটানোর জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আন্দোলন তুলে নেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী ওঁদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। সর্বশেষে চাকরির ছাড়পত্র আসার প্রয়োজনীয়তা সবার আগে। কুণাল ঘোষ বলেন, আমরা চাইছি চাকরি হোক। বৈঠক খুবই ইতিবাচক হয়েছে। শিক্ষা দফতরের তরফে প্রয়োজনীয় নির্দেশে দেওয়া হয়েছে এসএসসিকে। আমরা আশাবাদী যে এবার ‘নিয়োগ জট’ খুলতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version