।। প্রথম কলকাতা ।।
WB NUHM Group C Recruitment: যারা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুখবর। এবার রাজ্যের মধ্যে কলকাতার ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটিতে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রুপ সি পদে চাকরির জন্য জেলার যে কোন প্রান্তের আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। কীভাবে এই শূন্য পদ গুলির জন্য আবেদন করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, বেতন কত মিলবে এবং বয়সসীমা কী এই সংক্রান্ত সমস্ত তথ্য গুলি বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
পদ: ল্যাবরেটরি টেকনিশিয়ান
বয়সসীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১.০১.২০২৩ অনুযায়ী। তবে এসসি /এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য কয়েক বছরের বয়সের ছাড় মিলবে।
বেতন: নির্দিষ্ট পদগুলির জন্য ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।
মোট শূন্য পদ: সর্বমোট শূন্য পদ দুটি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স , কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়গুলি নিয়ে। এছাড়াও মেডিকেল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকলে কিছুটা বাড়তি সুবিধা মিলবে। কম্পিউটার সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকা চাই আবেদনকারীর।
নিয়োগ পদ্ধতি: মেরিট এবং কম্পিউটার দক্ষতার ভিত্তিতে আবেদনকারী প্রার্থীকে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: NUHM সোসাইটিতে আবেদন করতে হবে অফলাইনে। তার জন্য সর্বপ্রথম অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। সেই বিজ্ঞপ্তির চার নম্বর পেজে যে আবেদন পত্রটি রয়েছে সেটি প্রিন্ট করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জুড়ে দিতে হবে। অবশেষে আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত ঠিকানায়।
Chief Municipal Health Officer/Secretary, kolkata City NUHM Society, CMO Bldg, 5,S.N. Banerjee Road, Kolkata-700013
আবেদনের শেষ তারিখ: ৩১.০১.২০২৩
বিস্তারিত জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম