।। প্রথম কলকাতা ।।
WB Librarian Job: মোটা অঙ্কের বেতনে লাইব্রেরিয়ান পদে চাকরি! সুযোগ হাতছাড়া করবেন না : রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য পুনরায় একটি সুখবর। লাইব্রেরিয়ান পদে (Librarian) কর্মী নিয়োগের জন্য রাজ্যের অন্যতম বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে কোন জেলার ছেলেমেয়ে নির্দিষ্ট যোগ্যতা থাকলেই অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরির জন্য। এই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কল্যাণী ইউনিভার্সিটির (Kalyani University) তরফ থেকে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে অবশ্যই জেনে নিন প্রয়োজনীয় তথ্যাদি।
কোন পদে নিয়োগ করা হবে ?
কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান পদে।
আবেদনকারীর বয়স সীমা কত ?
যারা এই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে চান তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ?
আবেদনকারীকে অবশ্যই লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সের মধ্যে যেকোনো একটি বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। উত্তীর্ণ হতে হবে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ।
নির্দিষ্ট পদে মাসিক বেতন কত মিলবে ?
কল্যাণী ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান পদে কর্মরত কর্মী পে লেভেল ১৪ অনুযায়ী প্রতি মাসে বেতন পাবেন ৩৭ হাজার ৪০০ থেকে ৬৭ হাজার টাকা পর্যন্ত।
কতগুলি শূন্য পদ রয়েছে ?
বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে কল্যাণী ইউনিভার্সিটিতে একজন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে ?
আবেদনকারীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আর তারপর শর্টলিস্ট করা প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যোগ্য প্রার্থীকে লাইব্রেরিয়ান পদে নিযুক্ত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
কীভাবে আবেদন করতে হবে ?
যে সকল আবেদনকারীরা লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করতে চান তাদেরকে সর্বপ্রথম কল্যাণী ইউনিভার্সিটি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদন পত্রটি তথ্য দিয়ে নিখুঁতভাবে পূরণ করতে হবে। সম্পূর্ণ তথ্য আবেদনপত্রে দেওয়ার পর সেটি পুনরায় খতিয়ে দেখে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিতে হবে।
আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ তারিখ
যে সকল আবেদনকারীরা জেনারেল অথবা ওবিসি ক্যাটাগরির তাদের আবেদন ফি লাগবে ২০০০ টাকা । আর এসসি এবং এসটিদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। আগামী ২০ মার্চ ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম