Soldiers Death: হাই-টেনশন বিদ্যুতের তারে ঝলসে গেলেন জওয়ান, ভয়ঙ্কর দুর্ঘটনা NJP স্টেশনে

।। প্রথম কলকাতা ।।

Soldiers Death: সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনে থাকা বেশ কয়েকজন সেনা জওয়ান তড়িতাহত হলেন নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালের দিকে। ওই ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। আর তারপর ট্রেনে থাকা জলের ট্যাঙ্কে জল কতটা রয়েছে তা পরীক্ষা করতে ওঠেন এক সেনা জওয়ান। অসাবধানতাবশত হঠাৎই মাথার উপর দিয়ে চলে যাওয়া হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসেন ওই জওয়ান (Soldier)। যার কারণে রীতিমতো ঝলসে যান তিনি। তাঁর সংস্পর্শে থাকা বাকি ৩-৪ জন জওয়ানও গুরুতর আহত।

সূত্রের খবর অনুযায়ী, সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন ত্রিপুরার দিকে যাচ্ছিল। তবে যাত্রাপথের মাঝে এটি নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায়। সকল তখন ৯.৪০ মিনিট। সেই সময় সেনাদের ট্রেনে থাকা জলের ট্যাঙ্কে (Water Tank) জল কতটা রয়েছে তা দেখার জন্য একজন জওয়ান ট্যাঙ্কের ওপরে ওঠেন। নিচ থেকে তাকে সহযোগিতা করছিলেন আরও তিন চার জন জওয়ান। ওভারহেড তারের সংস্পর্শে চলে আসেন ট্যাঙ্কের ওপরে থাকা জওয়ান। আর তারপর বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হন তাঁরা। গুরুতর অবস্থায় জওয়ানদেরকে ভর্তি করা হয় রেলের হাসপাতালে।

সেই সময় যিনি ট্যাঙ্কের উপরে ছিলেন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল বলে জানা যায়। বাকিরাও যথেষ্ট আহত হয়েছিলেন। এই ঘটনাটি ঘটার পর নিউ জলপাইগুড়ি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রাখেন সেনা বাহিনীর জাওয়ানরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরপিএফ এবং জিআরপি। পরবর্তীতে রেল হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসারত অবস্থাতেই ঝলসে যাওয়া ওই জওয়ানের মৃত্যু হয়েছে। তবে সেনার তরফ থেকে ওই জওয়ানের মৃত্যু সংক্রান্ত কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি। বাকি আহত জওয়ানরা এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য বাগডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version