Jatu Lahiri: পাঁচবার বিধায়কের দায়িত্ব সামলেছেন, জীবনাবসান রাজনীতিবিদ জটু লাহিড়ীর

।। প্রথম কলকাতা ।।

Jatu Lahiri: রাজ্য রাজনীতির ময়দানে অত্যন্ত চেনা নাম জটু লাহিড়ী (Jotu Lahiri)। কংগ্রেসের হাত ধরে রাজনীতির মাঠে নেমেছিলেন তিনি। বিগত বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতাই ভুগছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হাওড়ার শিবপুরের (Shibpur) অম্বিকা কুন্ডু বাই লেনে নিজের বাড়িতেই বৃহস্পতিবার সকালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। প্রাক্তন এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যের রাজনৈতিক মহল।

১৯৩৬ সালের ২৮ এপ্রিল জন্ম গ্রহণ করেন জটু লাহিড়ী। তিনি রাজনীতির প্রথম জীবনে কংগ্রেসের (Congress) সক্রিয় কর্মী ছিলেন। ১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথমবারের জন্য কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়ে দাঁড়ান। তিনি জয়লাভ করে সেখানেই বিধায়ক পদে দায়িত্ব গ্রহণ করেন। তারপর একই কেন্দ্র থেকে ১৯৯৬ সালেও জয়ী হন জটু লাহিড়ী। ১৯৯১ থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত মোট পাঁচবার দফায় দফায় বিধায়ক হয়েছিলেন জটু বাবু। হাওড়া পুরসভার কাউন্সিলর পদেও ছিলেন তিনি তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করতে চেয়েছিলেন।

টিকিট না পাওয়ার কারণে সেই বছরই বিজেপিতে (BJP) যোগদান করেন। আর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পদও পান। কিন্তু নির্বাচনের লড়াইয়ে নিজের পুরনো আসন থেকে জয় তুলে আনতে পারেননি জটু লাহিড়ী। তারপর থেকে ধীরে ধীরে রাজনীতিতে তাঁর সক্রিয়তা কমতে থাকে। রাজনীতির ময়দান থেকে সরতে থাকেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। সম্প্রতি বিভিন্ন শারীরিক সমস্যা ঘিরে ধরেছিল তাকে। বর্তমানে ছেলের সঙ্গেই থাকতেন তিনি। স্ত্রী এবং মেয়ে তাঁর আগেই প্রয়াত হয়েছেন। জটু লাহিড়ীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় নেমেছে শোকের ছায়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version