।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: প্রতিবছর ২৬ জানুয়ারি এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন ভারতীয়রা। কারণ এই দিনেই আমাদের ভারত (India) আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাই ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস বলা হয়। অনেকে আবার এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস বলেন। প্রজাতন্ত্র দিবস এবং সাধারনতন্ত্র দিবস কি একই অর্থ বহন করে নাকি এই দুটোর মধ্যে আলাদা কিছু অর্থ রয়েছে ? ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস (Republic Day) বলা যৌক্তিক না সাধারণতন্ত্র দিবস এই দিনটির জন্য আদর্শ ? এমন বহু প্রশ্ন উঠে এসেছে আগেই। তার সুস্পষ্ট উত্তর না মিললেও যথেষ্ট ব্যাখ্যা মিলেছে।
২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস বলা উচিত নাকি সাধারণতন্ত্র দিবস বলা উচিত সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে জানতে হবে যে কেন ২৬ জানুয়ারি দিনটি ভারতীয়দের কাছে এত গুরুত্বপূর্ণ। সালটা তখন ১৯৪৭। ১৫ অগাস্ট ইংরেজদের অধীনে থাকা ভারতবর্ষকে স্বাধীনতার স্বাদ দিতে সক্ষম হলেন ভারত মায়ের বীর সন্তানরা। সেই সময় ভারতের আগে জুড়ল ‘স্বাধীন’ শব্দটি। কিন্তু দেশ শাসন করার জন্য প্রয়োজন সংবিধানের। সেই মুহূর্তে ভারতের কাছে নিজস্ব কোন সংবিধান ছিল না। যার কারণে ১৯৩৫ সালের গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুসরণ করেই স্বাধীন ভারতকে শাসন করা হচ্ছিল।
যত সময় এগোতে শুরু করল ততই ভারতের নিজস্ব একটি সংবিধানের (Constitution) চাহিদা দেখা দিতে লাগল। এই কারণে ভারতের স্থায়ী সংবিধান তৈরির উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হল আম্বেদকরের নেতৃত্বে। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সেই খসড়া কমিটি খসড়া জমা দেয়। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর সংবিধান সভায় গৃহীত হয় খসড়া কমিটির দেওয়া ভারতীয় সংবিধানের খসড়াটি। পরের বছর অর্থাৎ ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ভারতের প্রথম সংবিধানের হস্তলিখিত দুটি কপিতে সই করেন সংবিধান সবার ৩০৮ জন সদস্য। একটি কপি লেখা হয়েছিল ইংরেজিতে এবং অপরটি লেখা হয়েছিল হিন্দিতে।
২৪ শে জানুয়ারির পর ২৬ জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকর করা হয় । আর সেই দিনটিকে ঘোষণা করা হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে। ইংরেজিতে যাকে বলা হয় রিপাবলিক ডে।
* প্রজাতন্ত্র নাকি সাধারণতন্ত্র
এই নিয়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞজনদের ভিন্ন ভিন্ন মতামত। একাংশের মতে, সাধারণতন্ত্র আর প্রজাতন্ত্র কথাটার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কিন্তু তবুও সামান্য অর্থগত পার্থক্য খুঁজে পাওয়া যায়। যে সকল দেশের রাজা-রানী থাকা সত্ত্বেও সেখানে গণতন্ত্র বিরাজ করে তাকে যথাযথ প্রজাতন্ত্র বলা যেতে পারে। কিন্তু ভারতে রাজা-রানীর রাজত্ব নেই। কাজেই প্রজাতন্ত্র শব্দটি খুব একটা যুক্তিসম্মত নয়। সাধারণতন্ত্র শব্দটি যথার্থ।
আবার অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক অধ্যাপক এবং সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্যামলেন্দু মজুমদারের কথায়, প্রজাতন্ত্র শব্দটি নিয়ে তেমন কোন অসুবিধা নেই। কিন্তু এই প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে কোথাও গিয়ে উপনিবেশবাদের ছোঁয়া লেগে রয়েছে। তার থেকে সাধারণতন্ত্র শব্দটি মুক্ত। এটি জনসাধারণের শাসন বোঝায়। সাধারণতন্ত্র শব্দটির মধ্যে কোন উপনিবেশবাদের ছোঁয়া নেই। যেহেতু কোনটি যথার্থ তা বিবেচিত নয় সেই কারণে ২৬ জানুয়ারি দেশবাসীর কাছে যতটা প্রজাতন্ত্র দিবস ঠিক ততটাই সাধারণতন্ত্র দিবস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম