।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: ২৬শে জানুয়ারি, এই তারিখের সঙ্গে ভারতবর্ষের আবেগ জড়িয়ে। পাশাপাশি রয়েছে রক্তক্ষয়ী লড়াই এবং গর্বের ইতিহাস। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এই দিনে ভারত পেয়েছিল এক নতুন সংবিধান। ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করে, তবে একসময় ২৬শে জানুয়ারি ছিল ভারতের স্বাধীনতা দিবস (Indian Independence Day)। সেই ১৯৩০ সাল থেকে ব্রিটিশদের চক্ষুরাঙানি উপেক্ষা করে, নানান অত্যাচার লাঞ্ছনা সহ্য করে ভারত ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করত। ২৬শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের পিছনে অন্যতম ভূমিকা ছিল মহাত্মা গান্ধীর।
১৯৩০ সালে ২রা জানুয়ারি তৈরি হয়েছিল কংগ্রেসের কার্য নির্বাহক কমিটি। এই কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতবর্ষের যতদিন না পর্যন্ত পূর্ণ স্বাধীনতা অর্জন করবে ততদিন দেশবাসী ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করবে। এই বিষয়ে মহাত্মা গান্ধী একটি শপথনামা তৈরি করে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রতিটি গ্রাম এবং শহরের সভা সমিতি গুলিতে এই শপথনামা পাঠ করা হবে। এই শপথনামায় বলা হয়েছিল, স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার। সেই অধিকার থেকে ভারতবাসীকে কেউ বঞ্চিত করতে পারবে না। ভারতে ব্রিটিশের শাসনের কারণে ভারতবাসীর অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতিক এবং আত্মিক বিপর্যয় নেমে এসেছে। তাই ভারতবাসীর অন্যতম কর্তব্য হল, এই সরকারের পতন ঘটানো। ভারতবাসী অহিংস, অসহযোগ, সত্যাগ্রহের মাধ্যমে এই চরম বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটাবে।
সেই ১৯৩০ থেকে ১৯৪৭, মাঝখানে কেটে গিয়েছিল ১৭ বছর। এই ১৭ বছর ২৬শে জানুয়ারি সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালনের প্রচেষ্টার লড়াইয়ে কোন কমতি ছিল না। গোটা ভারতবর্ষ জুড়ে উত্তোলন করা হত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। অপরদিকে জনসাধারণের উপর নেমে আসত পুলিশের অত্যাচার। ১৯৪৭ সাল পর্যন্ত টানা এইভাবে ভারতের জনসাধারণ স্বাধীনতা দিবস পালন করত। পরবর্তীকালে এই স্বাধীনতা দিনটিতে প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালন করা হয়। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারিকে ভারতকে একটি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছিল।
ভারতের স্বাধীনতার পর ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন ডাকা হয়। যেখানে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ । ওই একই বছরে ২৬শে জানুয়ারি প্রবর্তিত হয় নতুন সংবিধান। যেখানে ভারত পরিচিতি পায় সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে। অর্থাৎ এই দিনেই ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাই ২৬শে জানুয়ারি গোটা ভারত জুড়ে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। প্রতিবছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি তরফ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরেই চলে নানান আলোচনা। যদিও প্রজাতন্ত্র দিবস ভারতবাসীর কাছে একটা ব্যতিক্রমী আবেগ। ১৯৫০ সালে সর্বপ্রথম এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবস হিসেবে। এই দিন সকাল ১০ টা ২৮ মিনিটে কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। সেই উপলক্ষে কুচকাওয়াজ এবং জাতীয় সংগীত গাওয়া হয়। তারপর গণ্যমান্য ব্যক্তিদের সম্মতি এবং উপস্থিতিতে সারা ভারতবর্ষে গৃহীত হয় সংবিধান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম