Republic Day 2023: ২৬ তারিখ শুধু প্রজাতন্ত্র দিবস নয়! জানুন ভারতের ইতিহাসে এই দিনটির গুরুত্ব

।। প্রথম কলকাতা ।।

Republic Day 2023: ভারতের ইতিহাসে ২৬ তারিখের এক আলাদা মাহাত্ম্য রয়েছে। এই ২৬ তারিখ একসময় ভারতের কাছে ছিল স্বাধীনতা দিবস। ২৬ তারিখেই ভারত পেয়েছিল পূর্ণাঙ্গ সংবিধান। এই তারিখেই ভারতের নতুন সংবিধান প্রবর্তিত হয় এবং ভারত পরিচিতি পায় সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অনেক লাঞ্ছনা অত্যাচার সহ্য করে অবশেষে ভারত সমস্ত চাপিয়ে দেওয়া বেড়াজাল ভাঙতে পেরেছিল।

প্রতিবছর ২৬শে জানুয়ারি এলে সকাল থেকে পাড়ার ক্লাব স্কুলগুলিতে বেজে ওঠে নানান দেশাত্মবোধক গান। গর্বের সঙ্গে উত্তোলন করা হয় পতাকা। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারত নতুন সংবিধান পাওয়ার পর ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে অর্থাৎ এই দিনেই ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রজাতন্ত্র। তাই প্রতিবছর ২৬শে জানুয়ারি নিয়ম করে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস (Republic Day)।

১৯৫০ সালকে মাইলস্টোন বলা হলেও লড়াই শুরু হয়েছিল অনেক আগে থেকেই। ১৯৪৬ সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পরিকল্পনার কথা উঠে, সেই উদ্দেশ্যে গণপরিষদ বা সংবিধান সভার একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে সদস্য সংখ্যা ছিল প্রায় ৩৮৫ জন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা। ওই একই বছরের ৯ই ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জহরলাল নেহেরু সংবিধান সভার প্রথম অধিবেশনে একটি প্রস্তাব পেশ করেছিলেন। যেখানে ভারতকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে পরিণত করার লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়।

১৯৪৭ সালে আম্বেদকরের নেতৃত্বে ৫ জন সদস্যকে নিয়ে তৈরি হয় সংবিধান খসড়া প্রস্তুত কমিটি। তারপর কেটে যায় তিন বছর। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বরে প্রকাশ্যে আসে ভারতের একটি পূর্ণাঙ্গ সংবিধান যা গণপরিষদে গৃহীত হয়। তারপর ১৯৫০ সালে গণপরিষদের শেষ অধিবেশন বসেছিল। সেই অধিবেশনে রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২৬শে জানুয়ারি ভারত প্রায় নতুন সংবিধান। এছাড়াও ভারতের ইতিহাসে ২৬ শে জানুয়ারির আরেকটি গুরুত্ব রয়েছে। একসময় ২৬ শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালিত হত। সেই ১৯৩০ সাল থেকে ১৯৪৭ সাল টানা ১৭ বছর মহাত্মা গান্ধীর নেতৃত্বে পুলিশের লাঠি গুলি নির্যাতন সমস্ত সহ্য করে ভারতবাসী ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে এসেছে। সেই স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে ২৬ শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিন হিসেবে বেছে নেওয়া হয়।

সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। প্রথম প্রস্তাবনায় সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ছিল না। পরবর্তীকালে ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে এই শব্দ দুটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। বলা হয় পৃথিবীর বৃহত্তম সংবিধান হল ভারতের সংবিধান, যেখানে রয়েছে ২৫১ টি পৃষ্ঠা, অধ্যায় সংখ্যা ২২টি। ভারতীয় সংবিধানে মোট ৩৯৫ টি সূত্র এবং ৮টি তপশীল রয়েছে। এই সংবিধান তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন বছর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version