।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: ২৬শে জানুয়ারি সকাল হতেই মানুষ টিভির সামনে বসে পড়েছেন। রাজপথে হওয়া কুচকাওয়াজের কোন দৃশ্য কেউ মিস করতে চাইছেন না। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজের একটি বিশেষত্ব হল ২১ বার গান স্যালুট। প্রথমে জাতীয় সঙ্গীত শুরু হয়, তার সঙ্গে সঙ্গে ২১ বার দেওয়া হয় গান স্যালুট। যতক্ষণ না গান শেষ হবে ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে। কেন হয় এমনটা? এই রীতি পালন করার নেপথ্যে আসল কারণটা কি? প্রজাতন্ত্র দিবসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই রীতি সম্পর্কে একটু জেনে নিন।
প্রজাতন্ত্র দিবসে (Republic Day) গান স্যালুটের ইতিহাস জানতে ফিরে তাকাতে হবে পরাধীন ভারতের ইতিহাসের দিকে। এই প্রথা আজ নয়, সেই ঔপনিবেশিক শাসনের যুগ থেকেই চলে আসছে। মূলত ব্রিটিশ নৌবাহিনীতে ২১ রাউন্ড গুলি চালানোর নিয়ম প্রচলিত ছিল। যখন শত্রুপক্ষ ধরাশায়ী হত তখন ২১ বার গুলি ছোঁড়া হত। পরবর্তীকালে এই ধারণায় একটু পরিবর্তন আসে। শত্রুপক্ষের কাছে শান্তির বার্তা প্রেরণ করতে ২১ রাউন্ড গুলি ছোঁড়া হত, তা ধীরে ধীরে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিশে যায়। বলা হয় ভারতের সম্মান জড়িয়ে রয়েছে এই প্রথার সঙ্গে। এটি সার্বভৌম ভারতের প্রতীক।
প্রতিবছর তাই নিয়ম করে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে ২১ বার গান স্যালুট দেওয়া হয়। আগে ২৫ পাউন্ডের বন্দুক ব্যবহার করে ২১ বার তোপধ্বনি করা হত। সম্প্রতি সেই বন্দুকের জায়গা দখল করেছে ১০৫ এমএম ইন্ডিয়ান ফিল্ড গান। মূলত ‘আত্মনির্ভর ভারত’ এর লক্ষ্য পূরণে এই নতুন সংযোগ। প্রজাতন্ত্র দিবসের জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সাথে সাথে গান স্যালুটের প্রক্রিয়া শুরু হয়। প্রায় ৫২ সেকেন্ড ধরে চলে ২১ রাউন্ড গুলি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম