।। প্রথম কলকাতা ।।
China: রবিবার ভারতের (India) অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম বদল করে চীন। যেটিকে “জাংনান, তিব্বতের দক্ষিণ অংশ” হিসাবে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) নাম বদল করেছে চীন (China)। চীনের মন্ত্রিপরিষদ কর্তৃক জারি করা ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে চীনা, তিব্বতি এবং পিনয়িন অক্ষরে নাম প্রকাশ করেছে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রনালয়। নামের মধ্যে দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদী অন্তর্ভুক্ত ছিল।
চীনের নাম পরিবর্তনের পরেই দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে ভারত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি। চীনের এমন চেষ্টা এই প্রথম নয়। আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করি।” তিনি আরও বলেন, “অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। উদ্ভাবিত নাম বরাদ্দ করার প্রচেষ্টা এই বাস্তবতা পরিবর্তন করবে না।”
ভারতের প্রত্যাখানের একদিন পরে, চীন জানিয়েছে যে ‘জাংনান’ তাদের দেশের ভূখণ্ডের অংশ এবং চীনের সার্বভৌম অধিকারের মধ্যে রয়েছে। চীন কেন অরুণাচল প্রদেশের এই স্থানগুলির নাম পরিবর্তন করেছে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং (Mao Ning) এএফপিকে বলেন, “জাংনান চীনের ভূখণ্ডের অংশ। রাজ্য পরিষদের ভৌগোলিক নাম পরিবর্তন প্রশাসনের প্রাসঙ্গিক শর্ত অনুসারে, চীনের উপযুক্ত কর্তৃপক্ষ সরকার জাংনানের কিছু অংশের নাম মানসম্মত করেছে। এটি চীনের সার্বভৌম অধিকারের মধ্যে রয়েছে।”
চীনের এই নাম বদল এই প্রথম নয়। এর আগে দুইবার তারা নাম পরিবর্তন করেছে। ২০১৭ সালে ছয়টি এবং ২০২১ সালে ১৫টি স্থানের নাম বদল করে বেজিং। দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের পর ২০১৭ সালে চীনের পক্ষ থেকে নামের প্রথম সেট ঘোষণা করা হয়েছিল। চীন তিব্বতের আধ্যাত্মিক নেতার সফরের তীব্র সমালোচনা করেছিল। দালাই লামা তিব্বত থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং হয়ে পালিয়ে যান। ১৯৫৯ সালে চীন হিমালয় অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে ১৯৫৯ সালে ভারতে আশ্রয় নেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম