Ram Temple in Ayodhya: রাম মন্দিরে জল থৈ থৈ, ১৮০০ কোটির মন্দিরের নকশায় কোন ভুল? বেফাঁস প্রধান পুরোহিত

।। প্রথম কলকাতা ।।

 

Ram Temple in Ayodhya: ১৮০০ কোটির রাম মন্দিরের ছাদ বেয়ে গড়াচ্ছে জল। যেখানে অধিস্ঠিত রয়েছেন স্বয়ং অযোধ্যার রামলালা। কিন্তু রাম মন্দিরের এমন ক্ষতি হল কীভাবে?৬ মাসও পার হল না। প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার নতুন মন্দির। সেখানে জল আসছেই বা কীভাবে! জানেন ঠিক কোন টেকনিক মেনে তৈরি হয়েছে রাম মন্দির? মেঝে জলে থইথই। বন্ধ হয়ে গেল রামলালার পুজো। তবে কি মন্দিরের নকশায় কোনও গোলমাল রয়ে গেল?প্রধান পুরোহিত যা বললেন ভাবাবে আপনাকে। রাম মন্দিরে সেই কেলেঙ্কারি শুনুন।

 

গত কয়েকদিন অযোধ্যায় বৃষ্টি হয়েছে। তাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে আসা বৃষ্ট্রির জল মেঝেতে জমে যায়। প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের বক্তব্য, মেঝেতে জল জমে গেলে রামলালার পুজো হবে কী করে!কিন্তু প্রশ্ন মেঝেতে জল জমল কীভাবে?

 

এটি তৈরির পিছনে রয়েছেন দেশের বিশাল নামী বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনও ইস্পাত বা লোহা। শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে। প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রাম মন্দির।

 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। প্রাক-বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রাম পথের তিনটি স্থান-সহ পাঁচটি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিস লাইনের সামনে বড় বড় গর্ত।

 

রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান অবশ্য আশ্বাস দিয়েছেন। মন্দিরের একটি মাত্র তলা এখনও পর্যন্ত তৈরি হয়েছে। দ্বিতীয় তলা তৈরির কাজ শুরু হয়েছে। একতলার ছাদের কিছুটা অংশ ফাঁকা রাখা হয়েছিল। সেখান থেকেই জল পড়েছে। রাম মন্দিরের নির্মাণকাজ এখনও চলছে। তাই সেখানে বহু সংখ্যায় ইঞ্জিনিয়াররাও আছেন। সেটাই আরও অবাক করছে প্রধান পুরোহিতকে। তাঁর বক্তব্য যেখানে রামলালা বিরাজমান বা নতুন রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেই ঘরের মেঝে ডুবে গিয়েছে। প্রধান পুরোহিতের বসার জায়গাও জলের তলায়। এমনকী ভিভিআইপি দর্শনার্থীদের দেবতা দর্শন স্থানটিরও একই দশা।

 

অযোধ্যার রাম মন্দির নির্মাণের সময় নির্মাণকার্য নিয়ে যে সকল তথ্য পাওয়া যাচ্ছিল তাতে বারবার দাবি করা হচ্ছিল, মন্দিরটির কাঠামো এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে ১০০০ বছরেও মন্দিরের ক্ষয় হবেনা। কিন্তু ১০০০ বছর তো দূরের কথা, ৬ মাস পার হতে না হতেই যে ছবি ধরা পড়ল তা কোনভাবেই কাঙ্খিত নয়।

https://fb.watch/sWmJxu0zUb/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version