Jadavpur University: কাটল জট, সমাবর্তন নিয়ে বৈঠক ডাকল যাদবপুর

।। প্রথম কলকাতা ।।

Jadavpur University: অবশেষে জট কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ৬৬তম বার্ষিক সমাবর্তন নিয়ে কর্মসমিতির বৈঠক ডাকল। উচ্চশিক্ষা দপ্তর কর্মসমিতির বৈঠক করার অনুমোদন দেওয়ার পরই ডাকা হয় বৈঠক।  বৈঠক ডেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাদবপুরের রেজিস্ট্রারের তরফে। সূত্রের খবর, শুধু কর্মসমিতির বৈঠক নয়, সমাবর্তন করার জন্য উচ্চ শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেরও অনুমতি দিয়েছে। যদিও কোর্ট বৈঠক করতে গেলে রাজ্যপালেরও অনুমতি পাওয়া জরুরি। সেই অনুমতি এখনও পাওয়া যায়নি বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

প্রসঙ্গত, স্থায়ী উপাচার্য নেই বলে ২০১৯ সালের বিধি উল্লেখ করে উচ্চ শিক্ষা দফতর বৈঠক করতে বার বার নিষেধ করে। সম্প্রতি অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন এই বিষয়ের কারণে। ওই বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কর্মসমিতির বৈঠকের অনুমতি দেওয়া নিয়ে তাঁরা আইনি পরামর্শ নেবেন। উচ্চ শিক্ষা দফতর সেই অনুমতি দিয়েছে। এর আগে সমাবর্তনের জট কাটাতে শিক্ষক সমিতি জুটার পক্ষ থেকে খোলা চিঠিও দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে।

প্রতি বছর ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পালন করা হয়। মাত্র কয়েকদিন বাকি থাকলেও প্রথমপর্যায়ে সেই সন্মতি মেলেনি। তবে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় কর্ম সমিতি বা ইসি বৈঠক ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version