আরও সহজ হবে ভারতে আসা, বর্ডার পেরোলেই অবাক হবেন! গেম চেঞ্জার পেট্রোপোল বেনাপোল করিডোর

।। প্রথম কলকাতা ।।

বাংলাদেশের গা ঘেঁষে থাকবে কলকাতার বিশ্ব বাংলার গেট। থাকবে ঝুলন্ত রেস্তোরাঁ। মাটি থেকে অনেক উঁচুতে। আকর্ষণীয় এবং আরো সুন্দর করে সাজছে বনগাঁ। বিশ্ব বাংলার গেটের আদলে তৈরি হবে গেটওয়ে অফ বেঙ্গল। বর্ডার পেরোলেই বাংলাদেশের মানুষ স্বাদ নিতে পারবেন একদম অন্যরকম অভিজ্ঞতার। বাড়বে কর্মসংস্থান। গেম চেঞ্জার হয়ে উঠছে পেট্রাপোল-বেনাপোল করিডোর। প্রচুর লাভবান হবে ভারত-বাংলাদেশ। আরো সহজ হবে ভারতে আসা।

কলকাতার নিউ টাউনে অত্যাধুনিক বিশ্ব বাংলা গেট নিশ্চয়ই দেখেছেন। এবার সেই আদলে গেট তৈরি হবে সীমান্তবর্তী শহর বনগাঁয়। পেট্রোপোল সীমান্তের কাছে। যার গা ঘেঁষে রয়েছে বাংলাদেশ। ওপার বাংলার মানুষও স্বাদ নিতে পারবেন এই সুন্দর জায়গার। উপভোগ করতে পারবেন এক মনোরম পরিবেশ। বর্ডার পেরোলেই বিদেশের মাটিতে পাবেন অত্যাধুনিক রেস্তোঁরা সহ ফাটাফাটি সব বিনোদনের অপশন। গেটওয়ে অফ বেঙ্গলের রেস্তোরাঁ পরিচালনার দায়িত্ব নেবে বনগাঁ পুরসভা। রান্নার কাজে সাহায্য করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এছাড়াও বিদেশী বিভিন্ন খাবার পদের আয়োজনে থাকবে দক্ষ কর্মী। স্বাভাবিকভাবেই বাড়বে প্রচুর কর্মসংস্থান।

বনগাঁ-চাকদহ রোডের উপর তৈরি হবে এই গেটওয়ে অফ বেঙ্গল। থাকবে ঝাঁ চকচকে ঝুলন্ত রেস্তোরাঁ। মাটি থেকে প্রায় ৫৫ ফুট উপরে। চওড়ায় প্রায় ৪০ ফুট। ঝুলন্ত কিন্তু চিন্তা নেই, ওঠা নামার জন্য থাকবে লিফটের সুব্যবস্থা। এখানে বসে শহরের অনেকদূর পর্যন্ত দেখতে পারবেন। সাজানো থাকবে রকমারি দেশি বিদেশি খাবার। বুঝতেই পারছেন, জায়গাটা বাংলাদেশসহ বিদেশের মানুষের কাছে ঠিক কতটা আকর্ষণীয় হয়ে উঠবে। সীমান্ত লাগোয়া বনগাঁ শহরকে সাজাতে তাই উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার।।এই বনগাঁ শহর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে বহু মানুষ বনগাঁ শহরের উপর দিয়ে কলকাতায় আসেন। তাই গেটওয়ে অফ বেঙ্গল এই শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। ইতিমধ্যেই ফাইনাল হয়ে গিয়েছে গেটের নকশা। পাঠানো হয়েছে পূর্ত দফতরে। মিলেছে প্রাথমিক সম্মতিও। আশা করা হচ্ছে, খুব দ্রুত চূড়ান্ত অনুমতি পাওয়া যাবে। তারপরই জোর কদমে শুরু হবে প্রকল্পের কাজ।

ভারত আর বাংলাদেশ সীমান্তের একদিকে রয়েছে বেনাপোল, আরেকদিকে পেট্রাপোল। এই দুই মিলে তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম স্থল বন্দর করিডোর। এই করিডোর থেকে ২৪০ কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর ঠিক ৮০ কিলোমিটার দূরে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই বন্দর করিডোর দুই দেশের মধ্যে স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র। দুই দেশের স্থল বাণিজ্যের ৩০% হয় শুধুমাত্র এখান দিয়ে। এছাড়াও দুই দেশের মধ্যে মানুষ পারাপারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই স্থান। হিসেব বলছে, প্রতি বছর গড়ে এখান থেকে যাতায়াত করে প্রায় ২২ লক্ষ যাত্রী। এই করিডোর অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কাজ করে দুই দেশের প্রতিনিধি হিসেবে। তাই বেনাপোল পেট্রোপোল নিয়ে কম গবেষণা চলছে না। এই করিডোর ভারত এবং বাংলাদেশের বাণিজ্য খাতে হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। চলছে সেই প্রস্তুতি পর্ব। যার অংশ এই গেটওয়ে অফ বেঙ্গল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version