Hamas Israel war: দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত!

।। প্রথম কলকাতা ।।

Hamas Israel war: হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েলি সেনাবাহিনী এখন গাজার দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এখানকার অনেক এলাকায় হামাসের সঙ্গে চলছে তুমুল লড়াই। ইসরায়েলের এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকরা। উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হাজার হাজার পরিবার দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছে। কিন্তু সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর তারা কোথায় যাবে তা নিয়ে আশঙ্কায় রয়েছে। হামলা থেকে বাঁচতে বিপুল সংখ্যক মানুষ মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।

বুধবার গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাস জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ইসরায়েলি হামলার কারণে কমছে ফিলিস্তিনিদের আশ্রয়স্থল। দক্ষিণে অবরুদ্ধ উপকূলীয় অঞ্চলে জনগণের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে। জাতিসংঘ বলেছে, এই অঞ্চলের ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ (জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি) ইতিমধ্যেই তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। গাজা শহরের বড় অংশসহ উত্তরের বেশিরভাগ অংশ বিধ্বস্ত। ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, গাজার বাকি অংশও একই রকম ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ ইসরায়েল এই অঞ্চলে গভীর শিকড় রয়েছে। যেখানে হামাসকে নির্মূল করার চেষ্টা চালাচ্ছে। ৭ অক্টোবর হামলার কারণে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় হামাসের সামরিক উপস্থিতি মেনে নিতে পারছে না বলে জানিয়েছে ইসরায়েল।

জাতিসংঘের মানবিক সহায়তা অফিস বলেছে, গত তিনদিন ধরে মিশরের দক্ষিণ সীমান্তে রাফাহ শহরের কাছাকাছি এলাকায় আটা এবং পানীয় জলের মতো সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। বেশ কিছু হাসপাতালে কমেছে জ্বালানি ও চিকিৎসা সরবরাহ। হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০ আহত ব্যক্তিকে আনা হচ্ছে। যদি হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ভেন্টিলেটরগুলি কাজ করা বন্ধ করে দেবে। ব্যাহত হবে রক্তদানের কাজ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version