Rukmini Maitra: রুক্মিণী কি সত্যিই নেড়া হয়েছেন ? একই সাথে মানুষ ও রোবট! অসম্ভবকে জয় করলেন

।। প্রথম কলকাতা ।।

 

Rukmini Maitra: রুক্মিণীর ন্যাড়া মাথা ভাইরাল। কীভাবে করা হত এই মেকআপ? ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকতেন। এদিক সেদিক হলে গণ্জোগল। সোশ্যাল মিডিয়ার নিজের ন্যাড়া মাথা ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র। টালিউড সুন্দরীর এমন রূপ দেখে হতবাক হয়েছিল নেটিজেনরা। একটু সময় এগোতেই বোঝা গেল জিতের ‘বুমেরাং’ ছবির জন্যই এমন সাহসী অবতারে রাজি হয়েছে রুক্মিণী।

 

এ ছবিতে তিনি একই অঙ্গে রক্ত-মাংসের মানবী, আবার যন্ত্রমানবীও। দ্বিতীয় রূপের জন্যই তিনি মুণ্ডিতমস্তক। তবে পুরো লুকটাই তৈরি হয়েছে প্রস্থেটিক মেকআপের সাহায্যে। আর এই লুকেই মজেছেন নায়িকার অনুরাগীরা! তাঁরাও মাথা কামিয়ে, চোখে নীল কনট্যাক্ট লেন্স। রুক্মিণীর এই লুকে শুধুই অনুরাগীরা মজেছেন এমন নয়। তাঁকে সেটে প্রথম দিন ওই মেকআপে দেখে জিৎ বলেছিলেন, “বাহ্! বেশ ভাল লাগছে তো তোমাকে দেখতে।” শুধু কি জিৎ? মোটেও নাহয়ে উঠেছেন যেন হুবহু ছবির ‘নিশা’। সেই ছবি নিজেই ভাগ করে নিয়েছেন রুক্মিণী।

 

প্রিয়জনদের প্রশংসা পাওয়ার পর সেই বিশেষ রূপ চেনা-অচেনা সব মানুষকে ছুঁয়ে গেলে সেটাই অভিনেত্রীর বাড়তি পাওনা। সে কথা জানিয়ে রুক্মিণী সমাজমাধ্যমের পাতায় আরও লিখেছেন, ‘‘সব নায়িকাই চান, তাঁর সবচেয়ে সুন্দর, লাস্যময়-গ্ল্যামারাস লুকটা চর্চায় থাকুক। সকলে সে রকম হওয়ার চেষ্টা করুক। আর এই গ্ল্যামারাস লুকের অন্যতম আকর্ষণ হয়ে থাকে তার লম্বা, খোলা, ঘন চুল। কিন্তু সিনেমার স্বার্থে, চরিত্রের প্রয়োজনে, যখন সেই মেঘ কালো চুলকে বিসর্জন দিতে হয় তখন তার জন্য লাগে আত্মবিশ্বাস, সেই চরিত্রের প্রতি ভরসা।

 

ট্রেলারের শুরুতেই সুপারহিরো অবতারে ধরা দিলেন জিৎ। উঁচু বহুতলে ঝুলন্ত এক কিশোরকে উদ্ধার করতে দেখা যায় তাঁকে। আর সেই ম্যাজিকাল বাইকে চড়ে যিনি এই ত্রাতার কাজ করলেন, তিনি বিজ্ঞানী সমর সেন। তিনিই হুবহু বউ ইশার মতো দেখতে এক রোবট তৈরি করে ফেলেন। কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন, যখন রোবট নিশা সমরের পরিবারে এন্ট্রি নেয়। ইশার সঙ্গে ঝামেলা বেঁধে যায় স্বামীর। এই রোবট আর স্ত্রীর মাঝখানে পড়ে বুমেরাং পরিস্থিতি কীভাবে সামাল দেবে জিৎ? সেই গল্পই দেখা যাবে ‘বুমেরাং’ ছবিতে।

 

ট্রেলারের শুরুতেই সুপারহিরো অবতারে ধরা দিলেন জিৎ। উঁচু বহুতলে ঝুলন্ত এক কিশোরকে উদ্ধার করতে দেখা যায় তাঁকে। আর সেই ম্যাজিকাল বাইকে চড়ে যিনি এই ত্রাতার কাজ করলেন, তিনি বিজ্ঞানী সমর সেন। তিনিই হুবহু বউ ইশার মতো দেখতে এক রোবট তৈরি করে ফেলেন। কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন, যখন রোবট নিশা সমরের পরিবারে এন্ট্রি নেয়। ইশার সঙ্গে ঝামেলা বেঁধে যায় স্বামীর। এই রোবট আর স্ত্রীর মাঝখানে পড়ে বুমেরাং পরিস্থিতি কীভাবে সামাল দেবে জিৎ? সেই গল্পই দেখা যাবে ‘বুমেরাং’ ছবিতে।

https://fb.watch/synrx5jL0P/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version