Mamata Banerjee on Sumitra Sen Demise: ‘সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি’, সুমিত্রা সেনের প্রয়াণে শোকাহত মমতা

।। প্রথম কলকাতা।।

Mamata Banerjee on Sumitra Sen Demise: মঙ্গলবার ভোর ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। ব্রঙ্কো-নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন গায়িকা। সোমবার তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলেন মেয়েরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শোকস্তব্ধ সঙ্গীত জগত। এদিকে গায়িকার চলে যাওয়ায় শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গায়িকা সুমিত্রা সেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত মাননীয়া মুখ্যমন্ত্রী। তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। সুমিত্রা সেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমার। তাঁর চলে যাওয়া সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি সুমিত্রাদির ২ কন্যা ও সুমিত্রাদির পরিবার-পরিজন সহ অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।

গত বছরের ডিসেম্বরে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন সঙ্গীত জগতের বর্ষীয়ান এই শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই ভর্তি করা হয় হাসপাতালে। ২১ ডিসেম্বর থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন গায়িকা। তখনই ধরা পড়ে ব্রঙ্কো-নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। সংক্রমণ ছিল ফুসফুসে। শেষে তাঁকে খাওয়ানো হচ্ছিল রাইলস টিউব দিয়ে। মেয়েরা মাকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। চিকিত্‍সকের সঙ্গে পরামর্শ করেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। জীবনের শেষ সময় ল্যান্সডাউনের আবাসনে ছিলেন তিনি। রবীন্দ্রসঙ্গীত জগতে অত্যন্ত জনপ্রিয় নাম সুমিত্রা সেন। রেখে গিয়েছেন দুই কন্যা ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version