West Bengal Weather Update: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘মিগজাউম’, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

।। প্রথম কলকাতা।।

West Bengal Weather Update: শীত মরশুমের শুরুতেই স্বাভাবিক শীতের ব্যাঘাত সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম এর প্রভাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়বে অন্ধ্র ও তামিলনাড়ুর উপকূলে। এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এই প্রবল ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল অৰ্থাৎ মঙ্গলবার এবং পরবর্তী দিন বুধবার নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। দক্ষিণ অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্ৰভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও। ফলে জেঁকে বসতে পারে শীত। অন্যদিকে, ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপে বাংলার উপর এর কারণে শীত মরশুমের শুরুতেই স্বাভাবিক শীতের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের দেখা মিলবে না।

ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মিগজাউম। এর জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতে। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ অন্ধ্র উপকূলে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version