India Chaina: চীন সীমান্তে ট্যাঙ্ক-কামান ভারতের! ৩ দিক থেকে বেজিংকে হামলা, জিনপিং তটস্থ

।। প্রথম কলকাতা ।।

India Chaina: চীনের ওপর তিন দিক থেকে হামলা ভারতের। POK নিয়ে হয়ত আর মুখ খুলবেন না জিনপিং। চীনের সীমান্তে তুফান উঠছে সামাল দেওয়া যাবে তো? বেজিংয়ের শত্রু তাইওয়ান ফুলেফেঁপে উঠবে দিল্লির চালেই। লাদাখের আকাশ কাঁপল ভারতীয় সেনা ট্যাঙ্কের গর্জনে৷ ফের চীন সীমান্তে কি কোনও অশান্তির ইঙ্গিত? কীভাবে তিন দিক থেকে চীনকে কাঁটায় বিদ্ধ করল দিল্লি একটা সামলে উঠলে অন্যটাই বিপদ দেখছে PLA

চীনের দগদগে ক্ষততে এ যেন সজোরে আঘাত করলো ভারত। সবার প্রথমে বেজিংয়ের ওপর ভারতের রণনীতির এই হামলা জানুন। তাইওয়ানের সঙ্গে ভারতের আর্থিক সম্পর্ক চরম গতি নিচ্ছে। তাইতো তাইওয়ানকে মুম্বইতে আর্থিক কার্যালয় খোলার সম্মতি দিয়েছে ভারত। দিল্লি ও চেন্নাইয়ের পর এটা হবে ভারতে তাইওয়ানের তৃতীয় কার্যালয়। কূটনৈতিক মহল বলছে দিল্লির এমন সিদ্ধান্তে হইচই শুরু লাল সুলতানের দেশে। চীনের সবথেকে বড় দুর্বলতা তাইওয়ান। ভারতের সঙ্গে তাইওয়ানের এই সম্পর্কের অগ্রগতি মানতে পারবে না বেজিং। এবার ভারতের দ্বিতীয় বড় হামলার কথা জানুন। চীন সীমান্তের কাছে সিন্ধু নদীর ওপর খতরনাক ট্যাঙ্ক চালালো ভারতীয় সেনা। পূর্ব লাদাখে সিন্ধু নদীর পারে ভারতীয় সেনাবাহিনীর তরফে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। এরপর সিন্ধু নদী পার এবং শত্রু অবস্থান চিহ্নিত করে চলে মহড়া। মহড়ায় T-90 এবং T-72 ট্যাঙ্ক এবং BMP পদাতিক যুদ্ধের যানবাহন সহ ভাতীয় সেনাবাহিনীর একাধিক ট্যাঙ্ক ব্যবহার করা হয়।

কিন্তু হঠাৎ করে এমন মহড়া কেন? ভারত দেখিয়ে দিল ১৬০০০ হাজার ফুট উঁচুতে ও খতরনাক এলাকায় কীভাবে যুদ্ধ ট্যাঙ্ক চালাতে পারে ভারতীয় সেনা। তৃতীয় কূটনৈতিক হামলা ভারতের। POK নিয়ে চীনের বাড়াবাড়ি এবার তিব্বত নিয়ে বড় খেলা শুরু করল ভারতবর্ষ। দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। দলাই লামাকে সহ্য করতে পারে না জিনপিংয়ের দেশ। কূটনীতি কাঁটা চীনের বুকে ফোটাতেই নয়া কৌশল ভারতের৷ দিল্লি বুঝিয়ে নিল এক্তিয়ারের বাইরে বেরিয়ে ভারতকে খোঁচা দিলে তার পাল্টা মারাত্মক হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version