Ganga Vilas Enters Bangladesh: বাংলাদেশে পৌঁছাল ভারতের ‘গঙ্গা বিলাস’, স্বাগত জানাতে প্রস্তুত ওপার বাংলা

।। প্রথম কলকাতা।।

Ganga Vilas Enters Bangladesh: বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’এর সূচনা হয় ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi) দ্বারা। বারাণসী থেকে পতাকা প্রদর্শনের পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এই প্রমোদ তরী । ২১ তম দিনে শুক্রবার গভীর রাতে বাংলাদেশের জলসীমায় পৌঁছায় এটি । অ্যান্টিহারায় ( Antihara) ক্রুজ যাত্রীরা রাত্রিযাপনের পর শনিবার সকালে ক্রুজটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে । এদিন বিকেলে মংলা বন্দরে পৌঁছাবে ‘গঙ্গা বিলাস’ ( Ganga Vilas) ।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা শনিবার মংলায় ক্রুজের যাত্রী তথা পর্যটকদের স্বাগত জানাবেন। মংলায় ( Mongla) পৌঁছানো রিভার ক্রুজ সদস্যদের স্বাগত জানাতে সে দেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সহ বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এক কথায় মোদীর গঙ্গা বিলাসকে হাসিনার দেশে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য বিরাট আয়োজন করা হয়েছে সরকারের তরফ থেকে । আজই বিকেলে পর্যটকদের বাগেরহাটে ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শনে নিয়ে যাওয়া হবে।

‘গঙ্গা বিলাস’ এর এই গুরুত্বপূর্ণ সফর দুই দেশের মধ্যে পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি করতে, জনগণের মধ্যে মেলবন্ধন জোরদার করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগের নতুন পথ উন্মোচনের একটি বড় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশের মধ্য দিয়ে দুই সপ্তাহের যাত্রাপথে ক্রুজটি পর্যটকদের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন সহ বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক জায়গাগুলির দর্শন করাবে। মংলা এবং সুন্দরবনের কিছু অংশ ছাড়াও ক্রুজটি বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, সিরাজগঞ্জ এবং রংপুর হয়ে তারপরে ১৬ ফেব্রুয়ারি অসমের ডিব্রুগড়ে প্রবেশ করবে। মোট ২৭ জন সুইজারল্যান্ডের নাগরিক এবং একজন জার্মান নাগরিককে নিয়ে প্রায় ৫০ দিন ধরে যাত্রা করবে এই জলযান । এটি তার যাত্রাপথে ২৭ টি নদীর প্রণালীর মধ্য দিয়ে ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে । শেষে অসমের ডিব্রুগড় থেকে আবারও একই পথ দিয়ে বারাণসী ফিরে যাবে ‘গঙ্গা বিলাস’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version