India-Australia Relationship: ভারতের ডিগ্রি স্বীকৃতি পাবে অস্ট্রেলিয়ায়, পাবেন প্রচুর সুযোগ! ঘোষণা অ্যান্থনি অ্যালবানিজের

।। প্রথম কলকাতা ।।

India-Australia Relationship: ভারত (India) সফরে এসেছেন অস্ট্রেলিয়ার (Australia) প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। দুই দেশের বিশেষজ্ঞ মহল তাঁর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। চারদিনের সফরে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক নিয়ে নানান আলোচনা হবে এবং চুক্তি স্বাক্ষরিত হতে পারে। দীর্ঘ ছয় বছর পর এই প্রথম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতে এলেন। এই সফরের অন্যতম লক্ষ্য, দুই দেশের সম্পর্কে উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা। বুধবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়া এবং ভারত সরকার দুই দেশের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি প্রক্রিয়া চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় গান্ধীনগরের গিফট সিটিতে একটি আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করবে।

কোভিড পরবর্তীকালে গোটা বিশ্বজুড়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চলছে। তার উপর চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গোটা বিশ্বকে প্রভাবিত করেছে। এমত পরিস্থিতিতে বেহাল অর্থনীতির জন্য দুই দেশের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক চুক্তির মাধ্যমে নতুন সুযোগ সুবিধার দ্বার উন্মোচিত হতে পারে। মনে করা হচ্ছে, ভারত-অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত বিশেষ চুক্তি সম্পন্ন হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে। মার্চের ৯ তারিখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মুম্বাইয়ে যাওয়ার কথা। তারপরে এসে পৌঁছাবেন দিল্লিতে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, দুই দেশের দ্বিপাক্ষিক শিক্ষার সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্ট্রেলিয়া এবং ভারত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি প্রক্রিয়া চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়ায় এবার ভারতের ডিগ্রি স্বীকৃতি পাবে। এক্ষেত্র আপনি যদি একজন ভারতীয় পড়ুয়া হন এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন বা অধ্যয়ন করেন সেক্ষেত্রে দেশে ফিরে গেলে কষ্টার্জিত ডিগ্রি স্বীকৃত হবে। পাশাপাশি আপনি যদি অস্ট্রেলিয়ার বৃহৎ ভারতীয় প্রবাসী গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আপনার ভারতের ডিগ্রি অস্ট্রেলিয়া স্বীকৃত হবে। এটি দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করবে। পাশাপাশি পড়ুয়াদের জন্য খুলে যাবে নতুন দরজা। পড়তে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি নতুন বৃত্তির কথাও ঘোষণা করা হয়েছে। ভারতীয় ছাত্রদের ক্ষেত্রে অস্ট্রেলিয়া চার বছর পর্যন্ত পড়াশুনা করা যায়। সম্প্রতি ঘোষিত এই বৃত্তিটি একটি বৃহত্তম বন্ধুত্ব কর্মসূচির অংশ যা অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাগত সম্পর্ক গড়ে তুলতে গড়ে তুলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version