Abroad Outlook Report 2022: মোটা টাকার চাকরি পেতে বিদেশে পড়তে যায় ভারতীয়রা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

Abroad Outlook Report 2022: বিদেশি ডিগ্রি থাকলেই মিলবে মোটা টাকার চাকরি। কর্মক্ষেত্রে পাওয়া যাবে নিরাপত্তা। এছাড়াও রয়েছে ভালো কাজের সুযোগ। এমনটাই মনে করেন ৮৩%শিক্ষার্থী। এছাড়াও ৭৫% শিক্ষার্থী বিশ্বাস করেন, বিদেশি ডিগ্রি গুলি ভারতীয় বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে রাখবে। এমনই তথ্য প্রকাশ পেল একটি রিপোর্ট।

‘The Financial Express’ এর প্রতিবেদনের সূত্র অনুযায়ী, সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ করেছে লিপ-ইপসস স্ট্র্যাটেজি ৩ স্টাডি অ্যাব্রোড আউটলুক রিপোর্ট ২০২২। এই রিপোর্ট অনুযায়ী, বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রির উপর বেশি আস্থা রাখছেন ভারতীয় প্রার্থীরা। তারা মনে করছেন এই ডিগ্রির মাধ্যমে চাকরির ক্ষেত্রে বেশি নিরাপত্তা পাওয়া যায়। পাশাপাশি রয়েছে মোট বেতন পাওয়ার সুযোগ। সমীক্ষা অনুযায়ী ৬০% প্রার্থী বিশ্বাস করেন যে বিদেশি ডিগ্রি ভারতীয় চাকরি-শিল্পে উচ্চতর বেতন প্রদান করবে। প্রায় ৬২% শিক্ষার্থী শিক্ষা ঋণ নেয়, ৫৩% বৃত্তির উপর নির্ভর করে যা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের নির্দিষ্ট এবং ৩৯% আর্থিক সাহায্যের জন্য পরিবারের উপর নির্ভর করে। এছাড়াও ৩১% অন্যান্য ছোটো চাকরি বা ইন্টার্নশিপের উপর নির্ভর করে। সমীক্ষা বলছে, বিদেশী শিক্ষার গড় খরচ ৩৮,৫০০ ডলার।

মজার বিষয় হল, রিপোর্ট অনুসারে ২০২২ সালে নিউজিল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং ইতালি হল ভারতীয় পরিপ্রেক্ষিতে বিদেশে অধ্যয়নের জন্য শীর্ষ চারটি গন্তব্য। যদিও ২০২২ সালের সেরা পাঁচটি পছন্দের গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি। প্রায় ৪৯% পড়ুয়া গন্তব্য হিসাবে ইংরেজি-ভাষী দেশগুলিকে পছন্দ করেন। ৪২% পড়ুয়া অন্যান্য কারণের উপর নির্ভর করে যেমন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং, বৃত্তি, জীবনযাত্রার খরচ প্রভৃতি।

প্রোগ্রাম পরিকল্পনার পরিপ্রেক্ষিতে, ৮৫% প্রার্থীর লক্ষ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য বিদেশে যাওয়া। সেখানে স্নাতক ডিগ্রি অর্জনের পরিকল্পনা করে মাত্র ১৫% পড়ুয়া। এছাড়াও সমীক্ষায় দেখা গিয়েছে, বিদেশে অধ্যয়নের গুরুত্বপূর্ণ কারণগুলির তালিকায় রয়েছে শিক্ষার মান, জীবনধারা, বৈশ্বিক কেরিয়ারের সুযোগ এবং ভাল বেতনের প্যাকেজ। বিদেশে পড়তে যাওয়া একেবারেই নতুন বিষয় নয়। প্রতিবছর উচ্চ শিক্ষার জন্য ভারত থেকে হাজার হাজার পড়ুয়া বিভিন্ন দেশের নামি প্রতিষ্ঠানে ভর্তি হন। অনেকের আবার স্বপ্ন থাকে বিদেশের মাটিতে গিয়ে পড়াশোনা করার।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version