Indian Bike Riders in Bangladesh: বাংলাদেশের নানান প্রান্তে ঘুরছেন ভারতীয় দম্পতি, ভরসা শুধু বাইক! মুগ্ধ আতিথেয়তায়

।। প্রথম কলকাতা ।।

Indian Bike Riders in Bangladesh: বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরছেন একজন ভারতীয় (Indian)। সঙ্গে রয়েছেন স্ত্রী। ভরসা ৩৯০ সিসির বাইক (Bike)। বাংলাদেশের (Bangladesh) যেখানেই যাচ্ছেন সেখানেই বাঙালিরা তাকে আদর আপ্যায়নে ভরিয়ে দিচ্ছেন। তার যাত্রাপথের প্রতিমুহূর্তে অর্জন করছেন অভূতপূর্ব অভিজ্ঞতা। এই কাহিনী কলকাতার (Kolkata) দম্পতি বৈদিক চ্যাটার্জি এবং তার স্ত্রী শ্রাবণী চ্যাটার্জির।

ভ্রমণ পিপাসু এই যুগল কন্যাকুমারী থেকে কাশ্মীর, কলকাতা থেকে লাদাখ, সব জায়গাতেই বাইক নিয়ে ঘুরছেন। এবার ৩৯০ সিসির মোটরবাইকে ভরসা করে পাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী দেশ বাংলাদেশে। ভারতীয় এই দুই নাগরিক ২৯ শে জানুয়ারি কলকাতায় নিজস্ব বাড়ি থেকে যাত্রা শুরু করেন। তারপর বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রবেশ করেন বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। বাংলাদেশে যে এত সুন্দর চা বাগান থাকতে পারে তা তারা আগেও ভাবতে পারেননি। এছাড়াও উপরি পাওনা হিসেবে রয়েছে কক্সবাজার।

বৈদিক চ্যাটার্জি এবং তার স্ত্রী শ্রাবণী চ্যাটার্জি বাইকে করে এখন ঘুরছেন বাংলাদেশের নানান স্থানে। বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও বানাচ্ছেন। যেখানে তুলে ধরছেন বাংলাদেশের পরম আতিথেয়তার কথা। পথে পথে অর্জন করছেন রোমাঞ্চকর অভিজ্ঞতা। বাংলাদেশ ভ্রমণে বাংলাদেশীদের আত্মীয়তায় তারা মুগ্ধ। তাদের কাছে এক হয়ে গিয়েছে সীমান্ত রেখা। যেখানে শুধু রয়েছে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য আর বাংলা ভাষা। বাঙালি বাঙালিকে আপন করে নেবে না এমনটা আবার হয় নাকি। বহুকাল আগে থেকেই বাঙালি অতিথি পরায়ণ। যেখানে এক হয়ে যায় বিভেদের সীমারেখা।

এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম নয়। মাত্র ১০ মাস আগেই সানি যাদব নামক একটি যুবক প্রায় ১৮০০ কিমি পথ পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছিলেন। তখন তার সঙ্গে ছিল ৯০০ সিসির বাইক। ভারতের হায়দ্রাবাদ থেকে এই অ্যাডভেঞ্চার প্রেমী যুবক বাংলাদেশের প্রবেশের পর বাঙালিদের সাদর অভ্যর্থনায় মুগ্ধ হয়ে যান। সঙ্গে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকায় খুব একটা অসুবিধা হয়নি। পথের চড়াই উতরাই পেরিয়ে তিনি খুব সহজেই বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সে সময় তার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version