ভারত-যুক্তরাষ্ট্রের চক্রব্যূহ! আলাস্কার যুদ্ধ অভ্যাস ভয়ানক, জড়িয়ে যাচ্ছে চীন ?

।। প্রথম কলকাতা ।।

ভারত-যুক্তরাষ্ট্র কোন ভয়ানক চক্রব্যূহ তৈরি করছে বরফে ঢাকা আলস্কায়? কমন টার্গেট চীন। বড় কোনো যুদ্ধের প্রস্তুতি? “যুদ্ধ অভ্যাস” এফেক্ট ফেলবে সাগরে। তলে তলে রণনীতি সাজাচ্ছে দুই দেশের সেনা? দুদেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত। ভারত-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? নিজেদের শক্তি জানান দিচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র দুই দেশ। এবার ‘ড্রাগনে’র বিরুদ্ধে এক অস্ত্রে শান দিতে সামরিক মহড়া শুরু দুদেশের সেনাবাহিনীর। বরফের রাজ্য আলাস্কায় তৈরি করছে ভয়ংকর চক্রব্যূহ। ফাঁদ কেটে বেরোতে পারবে শি এর দেশ?

বিশ্ব কাঁপাচ্ছে চীনের উত্থান। সাসাগরে লালফৌজের দাপট, আন্তর্জাতিক মঞ্চের সমীকরণ বদলে দিচ্ছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে মরিয়া বেইজিং। আর চীনকে রুখতে ভারত-যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছর প্রতিরক্ষা খাতে একে অপরকে সহযোগিতা করার লক্ষ্যে একটা রোড ম্যাপ তৈরি করে ফেলেছে। টার্গেট সাগরের নিরাপত্তা রক্ষা। সেই লক্ষ্যেই কী আলাস্কায় দুদেশের সামরিক মহড়া জোরদার হচ্ছে? চীনের টেনশন বাড়ছে। ভারত ও আমেরিকা ফৌজের এই মহড়ার নাম “যুদ্ধ অভ্যাস”। লড়াইয়ের ময়দানে দুই মিত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলা, যুদ্ধের কৌশল ঝালিয়ে নেওয়ার কাজ চলছে। এমন মহড়া এই প্রথম নয়। ২০০৪ সাল থেকেই দুই দেশের বাহিনীর মধ্যে চলছে ‘যুদ্ধ অভ্যাস’ নজরে মূলত, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। বিশ্লেষকদের মতে, সামরিক উদ্দেশ্য সাধন ছাড়াও বেজিংকে বার্তা দেওয়াও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য এবার ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মহড়া চলবে দু সপ্তাহ ধরে। এই মহড়ার দিকে কড়া নজর রয়েছে লাল ফৌজের।

জানিয়ে রাখি গালওয়ান সংঘর্ষের পর থেকেই বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে লাদাখ সীমান্ত। সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু গোগরা-হটস্প্রিং থেকে সেনা সরালেও দেপসাং সমতলে মজুত লালফৌজ। এই প্রেক্ষাপটে বেইজিংকে কৌশলী বার্তা দিয়েছে নয়াদিল্লি। সম্প্রতি ‘চীন বিরোধী’ জোটের সামরিক মহড়ায় সামিল না হলেও মালাবার নৌ-মহড়ায় অংশ নিয়েছে ভারত। নিজেদের দম দেখিয়ে দিয়েছে। ২২ জুলাই থেকে ৪ ঠা আগস্ট সামরিক মহড়া চালিয়েছে ১৩ টি দেশ। অস্ট্রেলিয়ার পৌরহিত্যে ওই মহড়ার নাম ‘ট্যালিসম্যান সেবার’ মানে জাদু তলোয়ার’। তাতে পার্টিসিপেট করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপানের মতো দেশগুলোর প্রায় ৩৪ হাজার সেনা! জলে, স্থলে, জঙ্গলে ও আকাশে যুদ্ধের কৌশল ঝালিয়ে নেয় তারা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ‘দাদগিরি’র মাঝে এই মহড়া বিশেষ বার্তাবহ। খুব ইম্পরট্যান্ট! ট্যালিসম্যান সেবারে অংশ নিতে ভারতকে একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত। তবে, ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে লালফৌজের গা জোয়ারি মেনে নেওয়া হবে না সেই মেসেজ দিয়ে গত আগস্টে মালাবার মহড়ায় অংশ নেয় নয়াদিল্লি। তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধ অভ্যাস। সব মিলিয়ে ব্যাপক চাপে বেইজিং। আর এতেই প্রশ্ন উঠছে, ভেতরে ভেতরে কোন ছক কষছে দুই দেশ?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version