।। প্রথম কলকাতা ।।
Sudan: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে ভারত। এমনটাই জানা গেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সুদানের (S Jaishankar) পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং উভয় দেশই সমর্থনের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূত এবং লন্ডনে ভারতীয় হাইকমিশনও সুদানে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। কেন্দ্রীয় সরকার সুদানে আটকে পড়া ভারতীয়দের সাহায্য করার জন্য জাতিসংঘের (UN) সঙ্গেও কাজ করছে। অন্যদিকে এদিকে, সুদানে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এবং সেনাবাহিনীর সংঘর্ষের কারণে ভারতীয়দের তথ্য ও সহায়তা প্রদানের জন্য বিদেশ মন্ত্রক দিল্লিতে একটি কন্ট্রোল রুম খুলেছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এর মাধ্যমে খার্তুমে ভারতীয় দূতাবাসের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হয়েছে এবং ভারতীয়দের অবস্থার নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। সুদানের রাজধানী খার্তুমে ভারতীয় দূতাবাস হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন উপায়ে ভারতীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। রাজপথে পরিস্থিতি খুবই উত্তেজনা থাকায় বর্তমান পর্যায়ে চলাচল ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে মন্ত্রণালয়। আরও বলা হয়েছে যে সুদানে ভারতীয়দের সুনির্দিষ্ট বিবরণ নিরাপত্তা উদ্বেগের কারণে শেয়ার করা যাবে না।
সুদানের দুই অভ্যুত্থান নেতা, সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) প্রধান জেনারেল মোহাম্মদ হামদান হেমেদতি দাগালোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের কারণে সুদান গৃহযুদ্ধে নিমজ্জিত হয়েছে। জাতিসংঘের মতে, সুদানের গৃহযুদ্ধে ১৮৫ জন মারা গেছে।
Spoke to Foreign Minister of Saudi Arabia, HH @FaisalbinFarhan just now.
Appreciated his assessment of the Sudan situation. Will remain in close touch.
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) April 18, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম