INDIA-USA: ‘অবিশ্বাস্য, দূরদর্শী’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর প্রশংসা মার্কিন বাণিজ্য সচিবের

।। প্রথম কলকাতা ।।

INDIA-USA: গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মার্কিন বাণিজ্য সচিব গিনা রাইমন্ডো (Gina Raimondo)। সাম্প্রতিক বৈঠকের বর্ণনা দিয়ে তিনি বলেছেন যে ভারত ও আমেরিকা কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের নেতৃত্ব দেবে। মিসেস রাইমন্ডো মার্চ মাসে ভারত সফর করেছিলেন। এবং বলেছিলেন যে সংস্কৃতি, ঐতিহ্য এবং উদযাপনের পরিপ্রেক্ষিতে তার সফরের সময় ভারতের সেরাটি প্রদর্শিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ককে প্রতিফলিত করেছে।

তার হোলি খেলার ছবি এবং ভিডিও ক্লিপগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইন্ডিয়া হাউসে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় বাণিজ্য সচিব এই বছর ভারতে তার হোলি উদযাপনের কথা স্মরণ করেন। গিনা রাইমন্ডো বলেন, “আমি সম্প্রতি ভারতে ছিলাম। আমি একদিন আগে গিয়েছিলাম যাতে আমি হোলিতে অংশ নেওয়ার সুযোগ পেতে পারি। এবং প্রতিরক্ষা মন্ত্রী তার পরিবারের সঙ্গে আমাকে আতিথেয়তা দেওয়ার জন্য খুবই সদয় ছিলেন।”

তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার সাক্ষাতের কথাও বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রীকে একজন স্বপ্নদর্শী বলে অভিহিত করেছেন। গিনা রাইমন্ডো বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর একটা অবিশ্বাস্য সুযোগ ছিল আমার। একটা কারণে তিনি সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতা। তিনি অবিশ্বাস্য, দূরদর্শী এবং ভারতের জনগণের প্রতি তাঁর প্রতিশ্রুতির মাত্রা অবর্ণনীয়।”

চলতি বছরের শুরুতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব ঘোষণা করেছে। দ্বিপাক্ষিক চুক্তিটি চীনকে বিচ্ছিন্ন করার সময় নয়াদিল্লির সঙ্গে কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করার আরেকটি উদাহরণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version