।। প্রথম কলকাতা ।।
Income Tax Raid: রাজ্যে ফের একবার আয়কর দফচরের হানা মুর্শিদাবাদে (Murshidabad)। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (Income Tax Department) নজরে রয়েছে ওই জেলার একটি খ্যাতনামা বিড়ির ব্যবসা। বুধবার সকাল সকাল আয়কর দফতরের আধিকারিকরা বহরমপুরের অরঙ্গাবাদে পতাকা বিড়ির কারখানা ও অফিসে অভিযান (Raid) চালায় বলে জানা যায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে অফিস ঘিরে ফেলে তারপরে শুরু হয় আয়কর দফতরের তল্লাশি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালেই বেশ কয়েকটি গাড়িতে পতাকা বিড়ির অফিসে এসে উপস্থিত হন আয়কর দফতরের আধিকারিকরা। তাদের সঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় বাহিনী। তারপরে তাঁরা বিড়ি কারখানা এবং বিড়ি সংস্থার অফিসে গিয়ে উপস্থিত হন। বিড়ি ব্যবসার ক্ষেত্রে একটি অন্যতম সংস্থার নাম হল এই পতাকা বিড়ি (Pataka Biri)। কাজেই ব্যবসায়ীদের মধ্যে এই নিয়ে যথেষ্ট কৌতুহল সৃষ্টি হয়েছে। দিনের আলো ফুটতেই মুর্শিদাবাদে পুনরায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানায় একাধিক প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয়দের মনে।
উল্লেখ্য, মুর্শিদাবাদে এই প্রথম আয়কর দফতরের তল্লাশি অভিযান হয়নি। এর আগেও তাদের একটি তল্লাশি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। কারণ সেবার আয়কর দফতর তল্লাশি চালায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বাড়ি , গোডাউন এবং অফিসে । বাদ যায়নি বিড়ি তৈরির একাধিক কারখানাও। এই তল্লাশি শেষে আয়কর দফতরের তরফ থেকে জানানো হয়, বিধায়কের ব্যবসা সম্বন্ধিত বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১১ কোটি টাকা। যদিও বিধায়ক জানিয়েছিলেন, তাঁর বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক সহ চালকলের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য এই টাকা তিনি মজুত করে রেখেছিলেন। আবারও নতুন করে সেই রকমই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম