Bardhaman local: রাতের স্তব্ধতার মধ্যেই হাওড়াগামী চলন্ত ট্রেনে গুলির আওয়াজ! লুটিয়ে পড়লেন ব্যাক্তি, তারপর?

।। প্রথম কলকাতা ।।

Bardhaman local: হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। জানা গেছে, আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ। বয়স আনুমানিক ৪৪ বছর। শুভঙ্করের বাড়ি বর্ধমানের বড়নীলপুর এলাকায়। জানা গেছে, হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেন চলছিল নিজ ছন্দেই। আচমকাই ট্রেনের গতির তাল কাটল গুলির শব্দে। সকলে চমক ওঠেন। পড়ে যায় হুড়োহুড়ি। চলন্ত লোকাল ট্রেনের মধ্যে গুলি চালাল কে! কিছু বুঝে উঠতে পারেননি ট্রেনে উপস্থিত যাত্রীরা। পরক্ষনেই সকলের নজরে আসে একটি যুবক ট্রেনের সিটের কোণে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। তখনও তাঁর বন্দুক হাতের মুঠোয়। কপাল থেকে ক্রমাগত বেরোচ্ছে রক্ত। সারা মুখে রক্তে মাখামাখি। রক্তে ভিজে গেছে জামা কাপড়ও।

রেল সূত্রে খবর মিলেছে, আপ হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন শুভঙ্কর। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পালসিট স্টেশনের কাছে আচমকাই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দেন তিনি নিজেই। সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিই কেন হঠাৎ এই পথ বেছে নিলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। কোনওভাবে ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। এমনটাই মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version