Sunita Williams: ত্রুটি মহাকাশযানে, সুনীতা উইলিয়ামসের ফেরার অপেক্ষায় দিন গুনছেন সকলেই

।। প্রথম কলকাতা ।।

 

Sunita Williams: মহাকাশযানে ত্রুটি দেখা গেল সুনিতা ও তাঁর সহযাত্রী কি মহাকাশে আটকা পড়েছেন? উৎকন্ঠায় সবাই থাকলেও নিশ্চয়ই তিনি এবং তাঁর সহকর্মী ফিরবেন। কল্পনা চাওলার মতো বীভৎস্য পরিণতি হবে না নিশ্চয়ই। তাঁদের আট দিনের কর্মসূচি ছিল। কথা ছিল ১৩ জুন ফিরে আসার। তারপর শোনা গিয়েছিল ২৬ জুন ফিরবেন। কিন্তু দুবারই বাতিল হয়েছে প্রত্যাবর্তন। মহাকাশে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। তাঁর সঙ্গেই ফেরার কথা আরেক মহাকাশচারী ব্যারি উইলমোরেরও। যদিও নাসা বলছে সব ঠিকঠাকই রয়েছে।

 

এখন আমাদের একটাই কামনা নিরাপদে ফিরে আসুন তাঁরা। গত ৫ জুন এই দুই মহাকাশচারী স্টারলাইনার সংস্থার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে রওনা দেওয়ার পর থেকেই নাকি দেখা দেয় একের পর এক সমস্যা। আপনাদের নিশ্চয়ই মনে আছে ৫৪ বছর আগেকার সেই ঘটনা। বিস্ফোরণ ঘটেছিল অ্যাপোলো ১৩ মহাকাশযানে। তার ফলে চাঁদের কক্ষপথে আটকে পড়েছিলেন তিন মহাকাশচারী। চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসাই ছিল চ্যালেঞ্জিং। তবে এখন বিজ্ঞান এগিয়েছে অনেকটাই। এখন প্রযুক্তি হয়েছে আরও নিখুঁত। আপনাদের জানিয়ে রাখি, অ্যাপোলো ১৩-এর মতো চরম বিপদে পড়েননি সুনীতারা। তবে হ্যাঁ সুনীতাদের সফর খুব একটা হয়তো মসৃণ হচ্ছে না।

 

নাসার কর্তারা অবশ্য জানিয়েছেন, সুনীতারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদেই আছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরঞ্জাম রয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও পাঁচজন মহাকাশচারী আছেন। দুই মহাকাশচারী আরও বেশ কয়েকদিন স্পেস স্টেশনে থাকতে পাররেন। স্টারলাইনার মহাকাশযানকে ফিরিয়ে নিয়ে আসার আগে যে সমস্ত সমস্যাগুলি দেখা গিয়েছে সেগুলি তা আরও ভালোভাবে বুঝতে চাইছে নাসা।

 

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্টারলাইনার শুধুমাত্র নাকি ৪৫ দিন ওই ডকে থাকতে পারবে। এর বেশি সময় গেলে এটিকে নিরাপদে আনডক করা নাও যেতে পারে। সেই ক্ষেত্রে মহাকাশচারীদের অন্য মহাকাশযানের প্রয়োজন হতে পারে। তবে মহাকাশচারীরা যে আটকে আছেন সেই দাবি মানতে নারাজ নাসা। তাদের দাবি, জরুরী পরিস্থিতিতে মহাকাশযানটি যে কোনও সময়ে আনডক করা যেতে পারেই এবং উড়তে পারে। শুধু তাই নয়, সুনীতারা সেখানে সুস্হই আছেন। তাই তাঁদের নিয়ে উৎকন্ঠার কিছু নেই।

 

তবে খুব তাড়াতাড়িই তাঁদের ফিরিয়ে আনা হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই ফিরবেন সুনীতা। নাসা নিশ্চয়ই চায় না দুই মহাকাশচারীর ফিরে আসার সময় বিন্দুমাত্র সমস্যায় পড়ুক। সেকারণেই কয়েকদিন পিছিয়ে গেছে সুনীতাদের ফিরিয়ে আনার পর্ব। মহাকাশ বিজ্ঞানকে আরও এগিয়ে দিতেই সুনীতাদের এই মহাকাশ সফর। আপনারা ফিরে আসুন নির্বিঘ্নে। এটাই এখন কামনা সকলের।

https://fb.watch/t1bdXwvX88/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version