।। প্রথম কলকাতা ।।
Dhupguri: শনিবার রাতের একটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে ধূপগুড়ি শহরে। রাতের অন্ধকারে বাঘ জাতীয় জন্তুর আনাগোনা দেখে স্বাভাবিকভাবেই চিন্তার কালো ছায়া এলাকাবাসীদের কপালে। ঘটনাটি ধূপগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীর। গতকাল রাতে স্থানীয় এক মহিলা প্রথমে বাঘের মতো একটি জন্তুকে দেখতে পান। পরবর্তীতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানানো হয় যে ওই জন্তুটি ছিল আসলে একটি চিতা বাঘ।
স্থানীয় বাসিন্দা সন্তোষ রায় নামে এক ব্যক্তি জানান, গতকাল সন্ধ্যের দিকে তাঁর স্ত্রী কিছু কাজে বাইরে বেরিয়ে ছিলেন। সেই সময় আচমকাই দেখতে পান বাঘের মত একটি জন্তু রাস্তার এপার থেকে ওপারে চলে যায়। যা দেখার পর স্বাভাবিকভাবেই ভয়ে কাঁটা হয়ে যান তিনি । তৎক্ষণাৎ বিষয়টি বাড়িতে জানান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। আর তারপর বোঝা যায় যে ওই প্রাণীটি আসলে ছিল চিতা বাঘ। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইড লাইফ স্কোয়াডকে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেঞ্জার শুভাশিস রায় সহ বনকর্মীরা।
তল্লাশি শুরু হয় ক্ষুদিরাম পল্লী এলাকার বিভিন্ন ঝোপঝাড় থেকে শুরু করে পুকুরের ধারে। ওই এলাকায় চিতা বাঘের পায়ের ছাপ খোঁজার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে এলাকায় । তাই রেঞ্জারের তরফ থেকে এলাকাবাসীদেরকে সতর্ক করা হয়েছে, পুনরায় চিতা বাঘের কোন উপস্থিতি লক্ষ্য করা গেলে তৎক্ষণাৎ বনকর্মীদের ফোন করার জন্য। স্থানীয় বাসিন্দাদের কথায়, ঘন জনবসতিপূর্ণ শহরের এই অংশে চিতাবাঘ কোথা থেকে এল তা সত্যিই ভাবাচ্ছে তাদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম